প্রাণ প্রিয় শিক্ষা গুরু

-মাই ফেয়ার চৌধুরী

↔↔↔↔↔

শিক্ষক আমার শিক্ষাগুরু,

মায়ের মুখে কথার বুলি শুরু।

পাঠের শিক্ষায় শিক্ষা দান,

জ্ঞান,গুণ আদব-কায়দা গুরুর অবদান।

অন্তরে জ্বালায় জ্ঞানের আলো,

দূর করে যত মনের আঁধার কালো।

স্নেহ-মমতা-ভালবাসায় পিতার সমতুল্য,

শাসন-বারণ করে শুধু মানুষ গড়ার জন্য।

আদেশ-উপদেশ তাইতো করি মান্য,

নিরক্ষরতা দূর করায় আমি ধন্য।

শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসায় মান্যগণ্য,

দায়িত্ব-কর্তব্য ন্যায় পরায়ণ শিখায় সম্মান,

বিনিময়ে চায়না কভু কোন প্রতিদান।

শিক্ষক জাতির চাবিকাঠি মান,

মেধা প্রতিভা দীক্ষায় মাপকাঠি শান।

বোধ-বিবেকের দ্বীপ শিখা প্রাণ,

মানুষ ও দেশ গড়ার কারিগর,

শিক্ষক আমার মাথার মুকুট করি সমাদর

বিনম্র শ্রদ্ধা জানাই প্রত্যেক শিক্ষকের তর।

↔↔↔↔↔

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা ডাক-বন্দর, থানা-ডবল মুরিং জেলা- চট্টগ্রাম। কয়েক জন সুন্দর মনের ফেসবুক বন্ধুর অনুপ্রেরণায় লিখার কলম ধরার সাহস পায়।বিভিন্ন সাহিত্য গ্রুপে মাঝে মধ্যে একজন সাহিত্য অনুরাগী হিসাবে লিখতে চেষ্টা করি।

প্রকাশিত বই সমূহ – অন্তিম বেলায় রক্তিম আভা (একক কাব্য গ্রন্থ) একুশে বই মেলা ২০২১, বাঁধভাঙ্গা ফাগুনে হাতছানি (যৌথ কাব্য গ্রন্থ), রক্তঝরা অশ্রু (যৌথ কাব্য গ্রন্থ), মানচিত্রের বিনিদ্র রজনী (যৌথ কাব্য গ্রন্থ), দীর্ঘ অনুভতি(যৌথ কাব্য গ্রন্থ প্রক্রিয়াধীন), আমার অক্ষরে তুমি অক্ষয় (একক কাব্য গ্রন্থ ২০২২ বই মেলার প্রক্রিয়াধীন)

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*