কালো মেয়ে
-প্রিয়াঙ্কা দেবনাথ
⇔⇔⇔⇔⇔
কালো মেয়ে কাজল কালো আঁখি
তোমার মায়া ভরা মুখ,
যত দেখি ততই লাগে
মনেতে সুখ।
কালো মেয়ে তোমার কন্ঠে
মধুর সুরে গান,
শুনলে ভরে যায় মোর
প্রান।
কালো মেয়ে তুমি হাসলে
যেনো মুক্তা ঝরে,
তোমার মুখের হাসি দেখলে
খুশিতে আমার মন ভরে।
কালো মেয়ে ঘন কালো
তোমার চুল,
সেই চুলেতে বেশ সুন্দর
মানিয়েছে গোলাপ ফুল।
কালো মেয়ে তোমার ঐ ঘন
কালো ভ্রু এর ঝলক,
দেখলেই পড়েনা চোখের
পলক।
কালো মেয়ে বাতাসে উড়ছে তোমার
শাড়ির আঁচল উড়ছে খোলা কেশ,
কালো মেয়ে সত্যি বলছি
লাগছে তোমায় বেশ।
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
নাম-প্রিয়াঙ্কা দেবনাথ,পিতা-যগু দেবনাথ,মাতা-রিপু দেবনাথ, গ্রাম-চিত্তামারা, জেলা-বিলোনীয়া দক্ষিন ত্রিপুরা, জন্মসাল-১২/১২/১৯৯৮ বিএড কোর্স নিয়ে পড়াশুনা করছি,পড়াশুনার পাশাপাশি কবিতা খুব ভালোবাসি তাই কবিতা লিখি।