নারীর জয়ধ্বনি
-হালিমা বেগম
◊◊◊◊◊◊◊◊
যুগে যুগে দিকে দিকে
নারীর জয়ধ্বনি,
নারী মানব জাতির মাতা
আর ভগ্নি।
মানব সমাজে নারী জগতে
উদার প্রাঙ্গনে,
আঁধারে পথ পাড়ি দেয়
জাতির উন্নয়নে।
নারীর ভূমিকা পরিবার থেকে
শুরু করে,
অস্তিত্ব রক্ষার্থে জাতীয় জীবনে
সু্ন্দরভাবে গড়ে।
আধুনিক যুগে বাংলার নারীরা
নিজের প্রচেষ্টায়,
আপন ভাগ্য গড়ায় নিজের
হাতের মুঠোয়।
নারী সমাজ জাতিকে পৌঁছায়
উন্নতির শিখরে,
সুখ-শান্তি বজায় রাখে
সমাজ সংসারে।
◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
হালিমা বেগম, জলঢাকা মুদিপাড়া, নীলফামারী,রংপুর। পেশা-চাকুরি। শিক্ষাগত যোগ্যতাঃ এম,এ পাশ।