কবর

-রৌগুনে জান্নাত

↔↔↔↔↔

আমার কবরের উপর

থাকবে এক রঙিন

ফুল গাছ,

সেই ফুলে থাকবে

অনেক সুগন্ধ আর

এক অপরূপ সাজ।

হাজারো ফুল পরে থাকবে

আমার বুকের উপর,

দেখে মনে হবে

অপরূপ সৌন্দর্য্যের একটি চাদর।

ফুলের গন্ধে চারদিক

করবে যে মো মো,

অসংখ্য মৌমাছি উড়ে বেড়াবে

করবে তারা বোঁ-বোঁ।

রাতের বেলা অসংখ্য জোনাকি

মিটি মিটি জ্বলবে,

সাথে ফুল গুলো

অনেক সুন্দর গন্ধ ছড়াবে।

বর্ষাকালে মাঝে মাঝে

আকাশ যে গর্জন করবে,

মৃদু বাতাসে ফুল গুলো

হাওয়ায় হাওয়ায় দুলবে।

ফুল গুলোকে দুলিয়ে দুলিয়ে

ফেলবে আমার বুকের উপর,

তখন আমিও তাদের কষ্টে

হবো একটু কাতর।

শরৎ-এর আকাশ

থাকবে একদম নিল,

তখন আমার কবরের উপর

উড়ে বেড়াবে অসংখ্য গাঙ্গচিল।

আমার কবরের চারদিক থাকবে

একদম কোলাহল মুক্ত নির্জন,

সেখানে কোন মানুষ থাকবে না

থাকবে না কোন গর্জন।

পৃথিবীর কোন মায়া

ছুঁতে পারবে না আর আমাকে,

পারবে না আমাকে কেউ

ভাসাতে কিংবা ডুবাতে।

সেদিন পাবো না

আমি আর কোন কষ্ট,

কবরে শুয়ে থাকবো,

থাকবো একবারে শান্ত শিষ্ঠ।

↔↔↔↔↔

কবি পরিচিতি-

নামঃরৌগুনে জান্নাত, পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃফাতেমা খাতুন, ঠিকানাঃ ১৫৩,কালিবাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। শিক্ষাজীবনঃ স্কুলঃ কেন্দ্রীয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ঃনগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজঃমুক্তাগাছা কলেজ।গ্রেজুয়েশনঃআনন্দমোহন কলেজ,ময়মনসিংহ ( অধ্যায়নরত) শখঃছবি আঁকা,বই পড়া, গাছ লাগানো, ঘুরে বেরানো।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*