অভয়
-বিপ্লব দে
→→→→
নদীতীরে আনাগোনা গাভীর পালে আনন্দ নিরন্তর
বাছুর সোনা পিছুপিছু ধায়, কখনো ছুটে চলে অবান্তর l
হঠাৎ কর্দমাক্ত ধরিত্রীকোলে আটকেগেছে বাছুরের অগ্রপা-দুটো
আর্তনাদ জুড়েছে গাভীর দল, হারিয়ে বিশ্বাসের আস্থাটুকু !
আকাশ ভারী হচ্ছে, মেঘে ঢাকা তারা উন্মুক্ত হতে পারছে না
জীবনযুদ্ধের পাঁকে তলিয়ে যাচ্ছে, পিছনে কেউ হাল ধরছে না l
যুদ্ধক্লান্তিতে দিন যখন রাত্তির কোলে মাথা ঠেকে ঘুমোতে চায়
কালো আকাশে আশার তারাদুটি অস্পষ্ট অপলক তাকায়,
অমনি জীবনই পথ দেখায় বন্ধন মুক্ত করতে রাখাল বেশে –
অসহায় গাভীর আকুল প্রার্থনায় পরম পিতা বাছুরের পাশে !
→→→→
কবি পরিচিতি :
কবি বিপ্লব দে স্থায়ীভাবে আগরতলা, ত্রিপুরায় বাসরত l.উনার একটি কবিতার বই মৃত্তিকা প্রকাশ করেছে নীহারিকা প্রকাশনী l তাছাড়াও উনার কবিতা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে l উনি বর্তমানে ত্রিপুরায় এক সরকারি ফার্মাসি কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত l