সবুজ হত্যা
-অভিজিৎ হালদার
⇒⇒⇒⇒⇒
দিনে দিনে বাড়ছে কত জন
সবুজ হত্যা হচ্ছে দিনভর;
পরিবেশে দূষিত বাতাস
কালো ধোঁয়া সারাক্ষণ।
শহরের রাজপথে পথে
নেই তো সবুজের ছোঁয়া
আছে শুধু কংক্রিটের স্তূপ,
আকাশকে ছুঁয়ে যাচ্ছে দিনে দিনে।
সবুজ হত্যা হচ্ছে রক্তের স্রোতে
বোতলে ভরে অক্সিজেন
কী হবে বাঁচার দাম;
আকাশ ভরা তারায় তারায়
নিভে যাবে চাঁদের আলো
জোনাকিরা সব অন্ধের দেশে,
হামাগুড়ি দেবে পথের শিশু
ধূলোতে মিশে জীবনের দম।
সবুজ হয়তো নামে সবুজে
মরণে সবুজের খোঁজ
হবে তখন শেষের রঙ
দিন যাবে থেমে,
পাহাড়ের উঁচু চূড়া থেকে
শীতল বাতাসের আনাগোনা অনুভবে।।
⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
নাম- অভিজিৎ হালদার,গ্রাম- মোবারকপুর, পোষ্ট- ফতেপুর, থানা- হাঁসখালী, জেলা-নদীয়া, পিন-৭৪১৫০৭, পশ্চিমবঙ্গ ভারত আমি একজন ছাত্র।বি এস সি ভূগোল এ অনার্স। ছোটো থেকেই লিখতে ভালোবাসি, তাই তো লেখালেখি করি। কবিতা, ছোটো ছোটো গল্প, নাটক, উপন্যাস ও লিখে থাকি। প্রকৃতিকে ভালোবাসি ।