আজি এ বসন্তে

-মোঃ আবুল কাসেম

♦♦♦♦♦♦

দখিনা মলয় বহে বসন্তের আগমনে,

খুশির জোয়ার আনে চিরায়ত মানব মনে।

রূপের মাধুরীতে সুশোভিত হয় প্রকৃতির চারিদিক ,

শীতল পরশের মোহনীয়তায় আবির্ভাব বসন্তের।

ষড় ঋতুর পালাবদলে আগমন সবশেষে বসন্ত,

তিক্ততার দৈন্য বেশভূষায় প্রতীক্ষার নেই কোন অন্ত।

বসন্তের আগমন ধরাতলে ফুটে ফুল, পাখি গান গায়,

কোকিলের সুমধুর তান প্রকৃতিতে আবেশ ছড়ায়।

মানব মনের চিরায়ত আবেদন যেন ভাষা পায় বসন্তের আলিঙ্গনে,

বসন্ত বরণ হয় যে এখন বাহারি আয়োজনে।

বাসন্তী শাড়ী খোঁপায় ফুল অপরূপ সাজে সুন্দরী ললনা,

প্রকৃতির রঙে রঙ্গিন মানুষের মন ঘরে থাকিতে চাহে না।

মানব মনে তাই বসন্তের আবেদন পায় এক নতুন রূপ,

প্রকৃতি তার আপন খেয়ালে সাজে অপরূপ।

বসন্তকে আলিঙ্গন করতে ভুলে না আবেগি মানুষ,

আবাল বৃদ্ধবনিতা সেদিন বসন্ত সাজে দেখেনা দোষ।

প্রকৃতির সাজ আর মানুষের ভালোবাসায় সিক্ত বসন্তের আয়োজন,

বাঙালির চিরায়ত ঐতিহ্যকে পুনর্জীবিত করে বসন্তবরণ।

♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবদুল মালেক ও মাতা মোছাঃ জহুরা আক্তার খানম। স্নাতকোত্তর ডিগ্রীধারী এই কবি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি অনলাইনে লেখালেখি করে ইংল্যান্ড, আমেরিকা ও ভারত সহ দেশী-বিদেশী হাজারো সম্মাননা অর্জন করেছেন। ইতোমধ্যে কবি’র সাতটি যৌথ কাব্যগ্রন্থ বেড় হয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*