স্পর্শ

-চিন্ময় বিশ্বাস

⇔⇔⇔⇔⇔

আকাশে রক্ত চক্ষুর ন্যায় রেডমুনের

সমগ্র শরীরে,ফুসফুসে জমাটবাঁধা শোণিতের কালো কলঙ্ক!

শ্বাস- প্রশ্বাস মেপে জাগ্রত অসাড় শরীর,

এবারবুঝি,হ্যামলিনের বাঁশিওয়ালা বুক ভরে শ্বাস পাবে!

ডুবেছি মন্ত্রমুগ্ধের ন্যায় অন্ধ সত্তার মাঝে,

বহুযুগ পূর্বের গোধূলির স্মৃতি তলিয়েছে সাঁঝে।

চাটুকারিতার হিপনোটাইজের অসাড় স্পর্শ,

লিকলিকে আঙুলের ফাঁকে হাঁপিয়ে ওঠা হৃৎপিন্ড,

সমগ্র শরীরে শীতল বায়ুর স্পর্শ নিয়ে দু-দণ্ড।

বুঝলাম,এখনও অনুভূতি ভোঁতা নয়,

বাঁধা- প্রতিবন্ধকতার সিঁড়ি বেয়ে কাটিয়েছি ভয়।

আকাশে রক্ত চক্ষুর ন্যায় রেডমুনের

সমগ্র শরীরে ফুসফুসে জমাটবাঁধা শোণিতের কালো কলঙ্ক!

শ্বাস-প্রশ্বাস মেপে জাগ্রত অসাড় শরীর,

দিগন্তে চাঁদের বুকে জাগে শৃগালের কোলাজ আটা ছবি,

আলো-আঁধারীতে বেজায় ফাঁকি;প্রভাতে দেখি রবি।

তবুও, নরম ঘাসের শরীরে জেগেছে আলোর স্পর্শ,

এখনও থামার কথা নয়,যেতে হবে বহু অলোকবর্ষ।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস।আমার স্ত্রী সুস্মিতা বিশ্বাস কবিতা রচনার অন্যতম প্রেরনাদাত্রি। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*