এ কেমন অভিলাষ
-মোঃ আরমান হিমেল
⊇⊆⊇⊆⊇⊆⊇⊆
জীবনের এ প্রান্ত থেকে ও প্রান্তে যতদূর চোখ যায়,
কোথাও সুখ স্বাচ্ছন্দ্যের ছিটেফোঁটা ও নেই।
অজানা এক মোহ এসে মুহূর্তেই লন্ডভন্ড করে দিচ্ছে,
সাজানো গোছানো সব লালিত স্বপ্ন।
সারাক্ষণ ই শুধু পাওয়ার নেশা আমাকে বিতাড়িত করছে।
বিনিদ্রা রাত কাঁটে,চোখের নিচে কালসিটে দাগের আবরণ।
সব কিছু পেয়ে ও যেন না পাওয়ার ঘাটতি সারাক্ষণ ভাবাতে থাকে।
পেয়ে ও সব হারানোর দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাঁচ্ছে।
জীবন ডায়েরির প্রতিটি পাতায় বিষাদের কবিতা ছাপানো।
শেষ পৃষ্ঠা অবদি হতাশার কালো মেঘে ছেয়ে আছে।
প্রতি কদমে কদমে দুশ্চিন্তার দেয়াল আমাকে ঘিরে রেখেছে।
না পারছি কারো কাছে বলতে, না পারছি এ বোবাকান্না সহ্য করতে।
ধন-দৌলত,গাড়ি-বাড়ি,সম্পত্তি-ক্ষমতা, কি নেই আমার।
তারপরে ও চাই-শুধুই চাই।
জীবনের শেষ অধ্যায় তো সাদা কাফনে জড়িয়ে বিদায় নিতে হবে,
আরাম-আয়েশের এ পৃথিবী ছেড়ে।
সাড়ে তিন হাত মাটি হবে আমার আসল ঠিকানা।
সেদিন এই পৃথিবীর কোন কিছুই কাজে আসবে না।
এ চিরন্তন সত্যটুকু কেন অনুধাবন করতে পারছি না?
স্বাচ্ছন্দ্যের জীবন থেকে আমি পুরোটাই ছিটকে গেছি।
যন্ত্রণার বিশালাকার গোলকে আবদ্ধ এ জীবন।
জিন্দা থেকেও রুপান্তরিত লাশ
এ কেমন অভিলাষ!
⊇⊆⊇⊆⊇⊆⊇⊆
কবি পরিচিতিঃ
মোঃ আরমান হিমেল, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম।১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন।
বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে তিনি বেশ জনপ্রিয়।