নারী কথা
-গৌর গোপাল পাল
♦♦♦♦♦
নারী মানেই দুগগা-কালী
প্রতিবাদের জলন্ত অগ্নি।
নারী মানেই স্ত্রী নয় খালি
মাসী পিসি, হয় মাতা ভগ্নী।।
নারী মানেই মাদামকুরি
প্রীতিলতা মাতঙ্গিনী খনা।
নারী মানেই গান্ধীবুড়ি
সতী সাবিত্রী আর জনা।।
মা টেরিজা পায় সুনীতা
কিরণবেদী কল্পনা আর,
নারী মানেই বেহুলা সীতা
ইন্দিরাজী ভারত মাতার।।
হয়নি তারাও ঘরে বসে
কেউই জানি এতই নামী।
আন্তর্জাতিক নারী দিবসে
স্মরণ করি যাদের আমি।।
এই ধরাতে নারী পুরুষ
সমান ভাবে এগিয়ে চলে।
তবুও যাদের ফেরেনা হুঁশ
বোঝায় তারে কিসের বলে।।
♦♦♦♦♦
কবি পরিচিতি-
গৌর গোপাল পাল/ঠিকানা- গ্রাম- বাকুল/থানা+পোঃ- লাভপুর/জেলা- বীরভূম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
কবি/গীতিকার/পত্রলেখক/গল্পলেখক/নিবন্ধ/প্রবন্ধ/ছড়াসহ সাহিত্যের সব শাখাতেই কম-বেশি বিচরণ।
পাঁচশতাধিক পত্র-পত্রিকার পাশাপাশি অনলাইন পত্র-পত্রিকাতেও সমান লেখালেখি।
পাঁচখানি প্রকাশিত গ্রন্থসহ বহু বিশিষ্ট শিল্পীর কণ্ঠে আমার লেখা গান প্রকাশিত হয়েছে।