এখনো দেখি তোমায়

-মোঃ সাইফুল ইসলাম

⇔⇔⇔⇔⇔

যুগের আবর্তনে বদলে যায় আপনা আপনি

ধরনীর অপরিহার্য বিকিরিত সত্য সবি

সুধু বদলায়নি আমার হৃদয়ের কোণে

বাকা দন্তনির সৃতি বিজরিত ছবি।

কল্পনার এলবামে এখনো আঁকা আছে

তোমারই রঙ্গম ন্যায় আঁখি

আমি তোমায় প্রতিদিনই দেখি

ভুলিতে পারিনি তোমার হাসি।

এখনো দেখি তোমায় বৈকেলের পরন্ত বেলায়

নদীর জলে পতিত সুর্য রশ্মির মাঝে

আমি ডিঙ্গি নৌকায় চরে তাকিয়ে দেখি

প্রিয়জন পিপাসু নয়নে রোজ সাজে।

হ্যাঁ দেখি তোমায় নিত্য ভোর বেলায়

পশু পক্ষির কিচিরমিচির গানে

শুঁকনো গলায় ধরি তাই তোমারই প্রিয় গান

থাক থাক নিজ মনে দুরেতে,তোমার শানে।

দেখি তোমায় বর্ষার বাদলে

ভুপতিত প্রতিটি বর্ষন বিন্দুতে

এই বুঝি তুমি এলে তাই আকাশ পানে

তাকিয়ে প্রতিক্ষায় আনমনে।

দেখি তোমায় বর্ষার আর্দ্র বাতাসে

মুগ্ধ সুভাষ নিয়ে রজনী গন্ধার বেশে

দেখি গোলাপের ঝরা পাপড়িতে

তুমি আছো প্রকৃতির রুপ রসে আনন্দে মেতে।

দেখি সে চোখ দেখি সে হাসি

দেখি ছেলে বেলার ছেলে মানসী আঁখি

শুধু নিছক কল্পনায় অনুভব করি

হ্যাঁ এখনো তোমায় দেখি।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

কবি মোঃ সাইফুল ইসলাম, পিতা আবুল কালাম, মাতা সামিরন বেগম,নিবাস জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত সানন্দবাড়ী গ্রামে।পেশায় ছাত্র

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*