হাওয়াইয়া প্রেম
-হিরণ্ময় দত্ত
♦♦♦♦♦
ভার্চুয়াল দুনিয়ায় প্রেম হাওয়ায় ভাসে।
কখনও কখনও ভাসতে ভাসতে কাছেও আসে।
হাসি কান্নায় ভরে সখ্যতা গড়ে।
জীবনে তেমনি এক প্রেম এসেছিল হাওয়ায় ভেসে।
বড়ো আশা নিয়ে প্রেম কে মুঠোয় বন্দি করেছিলাম খপাৎ করে।
অনেক ঝড় ঝাপটা এসেছে তবুও মুঠো খুলিনি কিছুতেই, রেখেছিলাম ধরে।
হাওয়ায় ভাসা প্রেম মাটিতে নেমে এলো ধীরে ধীরে।
হয়তো মনের টানে কিংবা অন্য কোনো অজানা আকর্ষণে।
প্রাণ পেলো, জীবন্ত হলো…।
মুখে কথা ফুটলো…..।
কাছে এলো…, ভালোবাসলো…. ঠোঁটে ঠোঁট মেলালো…।
তারপর …. হঠাৎ কী যে হলো….!!!
কখন যে মনের অজান্তে হাওয়া অন্য অভিমুখে বইতে শুরু করেছে…. বুঝিনি আমি।
হাতের ফাঁক গলে প্রেম উড়ে পালালো ফুড়ুৎ করে।
প্রেম পোষ মানেনি। প্রেমকে আমি রাখতে পারিনি ধরে!!!
হয়তো হাওয়ায় ভেসে আসা প্রেম এমনি করেই আলেয়ার মতো হাওয়ায় মেলায়!
সবটাই আসলে অভিনয়।
সময় বুঝে ভালোবাসার মুখ বদল হয়।
মুখোশটা কে বদলে নেয় ভিন্ন স্বাদের আশায়।
♦♦♦♦♦
কবি পরিচিতি-
হিরণ্ময় দত্ত, বয়স : ৫৬, নিবাস : হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বঙ্গ, শিক্ষাগত যোগ্যতা : অনার্স গ্রাজুয়েট এবং ইন্টারমিডিয়েট সিএ। পেশা: স্বেচ্ছা অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বেসরকারি বহুজাতিক কোম্পানিতে। শখ : লেখালেখি বিগত এক বৎসর কাল যাবৎ।