আমার জগত তোমার জগত
-মোঃআরমান হিমেল
♦♦♦♦♦♦
আমার আকাশে মেঘের আনাগোনা
তোমার আকাশে রোদ্দুর।
ঘুটঘুটে অন্ধকারে গোধূলি বিকেল
সূর্যের হাসিটা কদ্দুর।
তোমার আঙিনায় ফুলের সমারোহ
আমার আঙিনা শূন্য।
অবসাদে জরাজীর্ণ পুরোটা সময়
স্বপ্নগুলো ভেঙে চুর্ণ।
আমার শহরজুড়ে হতাশার যানজট
তোমার শহর জনহীন।
সুনিশ্চিত গন্তব্যে কাঁটাযুক্ত বেষ্টনী
দুঃখের সমুদ্র তটহীন।
তোমার ইচ্ছেরা অলংকারে মোড়ানো
আমার ইচ্ছেরা তীর বিদ্ধ।
জ্বলন্ত অগ্নিশিখায় নিক্ষিপ্ত দেহপিঞ্জর
আপাদমস্তক পুড়ে সিদ্ধ।
তোমার জগত লালগালিচায় আবৃত
আমার জগতে কাঁটা।
আয়েশের নাগাল পেতে ঢের বাকি
সারাক্ষণ-ই বহমান ভাঁটা।
♦♦♦♦♦♦
কবি পরিচিতিঃ
মোঃ আরমান হিমেল, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম। ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন। বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে তিনি বেশ জনপ্রিয়।