নারী তুমি
-মানস দেব
⇔⇔⇔⇔⇔
নারী যখন তুমি ,
দশ মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করো তখন তুমি ‘ জননী ‘ ।
নারী যখন তুমি ,
স্বামীর কাছে সমস্ত শরীর কে নিংড়ে দাও তখন তুমি ‘ জায়া ‘ ।
নারী যখন তুমি ,
অপত্য স্নেহে বড়ো হও তখন তুমি ‘ কন্যা ‘ ।
নারী যখন তুমি ,
অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো তখন তুমি ‘ দশভুজা ‘ ।
নারী যখন তুমি ,
সমস্ত হিংসা ভুলে থাকো তখন তুমি ‘ অনুসূয়া ‘ ।
নারী যখন তুমি ,
তোমার সুন্দর হাসিতে সকলকে মুগ্ধ করো তখন তুমি ‘ সুস্মিতা ‘ ।
নারী যখন তুমি ,
চমৎকার ভঙ্গিতে কথা বলো তখন তুমি ‘ সুভাষিণী ‘ ।
নারী যখন তুমি ,
তোমার দেহ বল্লবীকে সুঠাম করে তোলো তখন তুমি ‘ পিনোন্নত ‘ ।
নারী যখন তুমি ,
তোমার রূপের ছটায় সকলকে মুগ্ধ করো তখন তুমি ‘ সুদর্শনা ‘ ।
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
পিতা – স্বর্গীয় মনীন্দ্রনাথ দেব , মাতা – স্বর্গীয়া সন্ধ্যা দেব । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । পেশায় উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী। বেশ কিছু বছর ধরে লেখালেখির কাজে নিযুক্ত ।