পুনজন্ম

-বিভীষণ মিত্র

♦♦♦♦♦♦

আর একবার যদি জন্মিতে পারি,

নতুন করে ভালবাসিব তোমায়।

বিভক্ত পথ ছেড়ে আবার চলব একি পথে,

যদি তুমি আস ফিরে।

ভুল গুলো ভুলে,

আকাশের ওপার হতে মেঘ ছোঁয়ে বৃষ্টি নামাব।

জোনাকির ক্ষুদ্র আলো থেকে চঁন্দ্রের বৃহৎ জ্যোৎস্না নামাব।

নবজাতকের মত পাপশূন্য হয়ে –

তোমার মুক্ত হাতে-হাত রাখব।

আর একবার যদি জন্মিতে পারি,

তোমায় ভালবেসে বাঁচার মত বাঁচব।

মোহনা হয়ে নদী,নদী হয়ে সাগর নামাব।

সাগরের সুনীল জলরাশি হয়ে তোমার নগ্ন পা ছোঁব।

সেই সিক্ত পায়ের শিহরণে-

তোমার শিরা-উপশিরায় জানাবে আমার ভালবাসার কথা।

যদি ভালবাসি এ কথা বল আমায় ভুলে,

পরজনমে কৃতদাস থাকব-

তোমার ভালবাসার ছায়া তলে।

♦♦♦♦♦♦

কবি পরিচিতিঃ

কবি বিভীষণ মিত্র ১৯৮৯ সালে ৩রা মার্চ পর্যটন নগরী কক্সবাজার জেলার চকরিয়া থানার বরইতলী গ্রামে পিতা স্বর্গীয় চিত্ত রঞ্জন মিত্র এবং মাতা শ্যামা মিত্রের গর্ভে জন্মগ্রহণ করেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*