কাল ভেরী

-গৌর গোপাল পাল

⊗⊗⊗⊗⊗

দিকে দিকে বাজে ওই শোন কাল ভেরী!

মহাকাল বলে শোন করো কেন দেরী!!

যেতে হবে এসেছো যে ভেবে লাভ নাই!

আজ নয় কাল হোক যাবো তো সবাই!

মিছে এই ভবে এসে ক’দিনের খেলা-

খেলে গেলে ভাবো বসে বয়ে যায় বেলা!!

যা কিছু রাখিয়া গেলে যাবে না তা সঙ্গে!

হিসাব রেখেছো তার কাটালে কি রঙ্গে!!

আসা যাওয়ার খেলা চলে রাত দিন!

মিছে ভেবে কেন করো এই দেহ ক্ষীণ!!

কেউ তো রবে না ভবে চিরদিন জানি!

কর্ম শুধু রয়ে যাবে মানি বা না মানি!!

যত দিন আছো ভবে যাও কর্ম করে !

কর্ম ছাড়া গতি নাই কর্ম থাকে পড়ে!!

⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি –

কবি গৌর গোপাল পাল/ গ্রাম-বাকুল/ পোঃ+থানা- লাভপুর/জেলা-বীরভূম/ পঃবঙ্গ/ ভারত। পিতা- দুকড়ি পাল/মাতা- ফুলেশ্বরী পাল/স্ত্রী- সাধনা পাল/দুই পুত্র। ১) কৃষ্ণগোপাল পাল/২) মানস গোপাল পাল। প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ষাণ্মাসিক, বাৎসরিক,লিটিলম্যাগ মিলিয়ে পাঁচ শতাধিক পত্র-পত্রিকার পাশাপাশি শতাধিক ই-ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকারের পাশাপাশি আকাশবাণী শান্তিনিকেতন থেকে যেমন কথিকা পাঠ করেছেন তেমনি আকাশবাণী বহরমপুর বেতার কেন্দ্র থেকে কবিতাও পাঠ করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অগাধ যাতায়াত। পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*