আমায় মনে পড়ে
-সুজিত ঘোষ
♣♣♣♣♣♣
জীবনের কোন ক্ষণে যদি
আমায় তোমার মনে পড়ে
নীরব মনে আকাশের দিকে
দৃষ্টি দিয়ে দেখবে আমি জ্বলছি তাঁরা হয়ে।
হয়তো তোমার আর আমায় পরে না মনে
তুমি এখন সঙ্গী সহ আছো বেশ সুখে
তোমার সুখে চাই না আমি বাঁধ সাথতে
সঙ্গীহারা আমি এখন জলছি আপন প্রাণে।
আমায় যদি কখনো তোমার দেখতে ইচ্ছে করে
কালি দর্শনে গেলে তুমি দেখবে
কালি ঘাটের নদীর তীরে আছি শুয়ে
চিতায় শুয়ে জলছি ক্ষণে ক্ষণে ।
জীবনে হয়তো পেয়েছো তুমি অনেক
আমাকে দেওয়ার মত নেই কিছু তোমার
যদি আমায় মনে পড়ে আমার চিতায় এসে
থেকো তুমি কিছুটা সময় নীরবে।
♣♣♣♣♣♣
কবি পরিচিতি-
নাম: সুজিত ঘোষ, নাটোর জেলায় বসবাস। মনের খোরাক মেটানোর জন্য ভালবেসে লেখা লেখী করি।