আমি এক নষ্ট মেয়ে
-চিন্ময় বিশ্বাস
⇒⇒⇒⇒⇒
অলস জ্যোৎস্না মাখা ভেজা চোখ,
এঁটে এসেছিল গভীর তন্দ্রায়।
অবচেতন মন থেকে জেগে উঠল স্বপ্নগুলো,
বৈশাখের বৃষ্টি স্নাত শামুকের মতো।
ভাবলাম,এবার বুঝি তুমি আমাকে চিনবে
অর্থের মাপকাঠি নয়; ভালোবাসা দিয়ে স্বপ্ন কিনবে।
আতরের গন্ধের তকমা আটা শরীর;খুঁজেছে নীড়
ভালোবাসার সন্ধানে ঠেলেছি ব্যভিচারের ভিড়।
কৃষ্ণ পক্ষের ক্ষয়িত চাঁদের ন্যায় ক্ষনিকের সুখ,
আমি এক নষ্ট মেয়ে;সমাজের পোড়া মুখ?
আঁধার ঘরের এক কোণে প্রেমের আলো খুঁজি,
বন্ধ্যা পুরুষের বুকে দেখি লালসার রুজি।
তবুও, আমি এক নষ্ট মেয়ে?
অসাড় নিথর প্রাণে একচিলতে রোদের তরে,
প্রতিনিয়ত ভালোবাসা ফিনিক্সের ন্যায় বাঁচে-মরে!
⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস।আমার স্ত্রী সুস্মিতা বিশ্বাস কবিতা রচনার অন্যতম প্রেরনাদাত্রি। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।