দাবী
-ফারজানা আক্তার পাপিয়া
⇔⇔⇔⇔⇔⇔
মা,তুমি বিরাজ করো আমার হৃদয়পটে,
কোনোকালে সে পট নিতে পারবে না কেউ লুটে।
অমৃতও ধীরে ধীরে হয়ে যায় নুনতা,
কিন্তু তোমার ভালোবাসায় নেই তো সংকীর্ণতা !
তোমার জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন,
আমার হৃদয়ে তোমাকে দিয়েছে পদ্মাসন।
দানা বাঁধতে দেওনি বিষাদ আর যন্ত্রণার শেওলা,
কষ্টগুলোকে যেন চোখের জলে করে ফেলেছ কাওলা।
হঠাৎ করে তোমার চুপ হয়ে যাওয়া নিতে পারি না মেনে,
আমার কন্ঠস্বর তখন ঘন ঘন জ্ঞান হারায় অভিমানে।
তোমার ঠোঁটের কার্ণিশের ঝুলন্ত হাসিটুকু,
আমার চৈতন্য কে গ্রাস করে মুছে দেয় যন্ত্রণাটুকু।
মাগো,তোমার কাঁধে মাথা রেখে আমি একদিন,
পরম আবেশে চোখ বুজতে পারি যেন সেদিন।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
ফারজানা আক্তার পাপিয়া।আমি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আমার বাসা ফুলপুর, ময়মনসিংহ।