অনন্ত 

-পঙ্কজ দত্ত

♦♦♦♦♦♦♦♦

সকাল খুলছে যেন দোকানের মত।
গাছ পালা আর হাওয়া ফুল বিকোনর।
আমি জেগে আছি সারারাত অনাহুত।
চোখের পলকে সত্যিরা আগোচর।
চুরি হয়ে গেল ক্লান্ত রাতের ঘুম
জমা হয়ে গেল বহু প্রেম অযাচিত ।
এর পর শুধু বেচে থাকা অনধিক
এর বাইরেও যা কিছু অপরিচিত
সবটুকু নিয়ে আজ কথা হয়ে যাক
কাল ফের নয় সবটাই স্বাভাবিক।
আমি আছি আর তুমিও চিরকালের
দিক নির্দেশ দিশাহীন নাবিকের।

♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি:
লেখার বদভ্যেস ছোট বেলা থেকেই। স্কিন্ত পরে পরে জীবিকার চাপে সেই কবি জীবনের চর্চা কিছুটা বিঘ্নিত হয়। এখন খানিক টা থিতু হতে আবার পুরনো অভ্যেস একটু মাথা চাড়া দিচ্ছে এই। কলেজের দেওয়াল পত্রিকা “বেদুইন” ও নামে বেশ সফল ও জনপ্রিয় হয়েছিল। পরে রেজিস্ট্রেশন এর প্রয়োজনে”আরেক বেদুইন” নামে লিটল ম্যাগাজিন এর সম্পাদনা করেছি অনেক দিন। পরে চাকরি সূত্রে আমি এবং বাকি আরো উদ্যোগী বন্ধুরা একে একে কলকাতা ছেরে যেতে এক সময় সেই পত্রিকা প্রকাশ হওয়া বন্ধ হয়ে যায়। এই কিছুদিন আগে “কবিতার পাতা” র উষ্ণ অনুপ্রেরণায় অদ্দেক কবিজীবনের দ্বিতীয় পর্বের শুরু।

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*