অন্ধ প্রেম
-ভদ্রাবতী বিশ্বাস
♥♥♥♥♥♥
অন্তরে অবুজ প্রেম
জ্বালায় নিরন্তর,
ভয় করেনা কলঙ্কের
স্বপ্ন সুখের ঘর।
দুরন্ত দুর্বার প্রেম
মানেনা কোন বাঁধা,
এখন বুঝি সেদিন কেন
কৃষ্ণ প্রেমে কেঁদেছিল রাধা।
পৃথিবীতে ধনী-গরীব মুনি-ঋষি
প্রেমের কাছে সোজা,
যৌবন কালে সবাই একটু
করে প্রেমের পূজা।
সংসারে যে যার মত
আপনি ভালবাসে,
ভাল থাকা সুখের জন্য
রঙিন স্বপ্নে ভাসে।
যুগেযুগে মানুষ প্রেমের কাঠগড়ায়
দিয়েছে নিজের বলি,
অগনিত হৃদয় প্রেমের কাঙাল
ঘুরেছে অলি গলি।
প্রেমের ছ্যাঁকায় বহু লোক
হয়েছে দেবদাস,
অনেকে আবার প্রেমের লাগি
জীবন করে নাশ।
তবুও প্রেম অনন্ত অসীম
সব হৃদয়ের চাওয়া,
প্রেমে আছে বিরহ-ব্যথা
পাওয়া না পাওয়া।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
ভদ্রাবতী বিশ্বাস। ১৯৬৫ সালে বাংলাদেশের যশোর জেলার মণিরামপুরের মনোহরপুর আমার জন্ম। পিতা: স্বর্গীয় ধীরেন্দ্রনাথ বিশ্বাস, মাতা: স্বর্গীয় নীলিমা রানী বিশ্বাস। ১৯৮৭-১৯৮৮ সালে বি.এস. সি(সম্মান) এম এস সি(ভৃগোল) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি।চাকুরী জীবনে প্রথমে টাওরা হাই স্কুলে শিক্ষাকতা করি ।কিছুদিন পর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাই।পর পরই কেশবপুর মহিলা কলেজে সুযোগ হয়।বর্তমানে আমি এখানে সহকারি অধ্যাপক হিসাবে কর্মরত আছি।পাশাপাশি লেখালেখি করি।কবিতা লেখা আমার খুব পছন্দ