চলন্ত খেলা

-বিপ্লব দে

↔↔↔↔↔↔↔

সুখ চাই দুঃখ নাই, আশা থাকবে শুধু, নিরাশা শেষ
মেঘ নাই, আলো আছে আলো আছে, আঁধার নিঃশেষ l
পিতা আছে মাতা আছে, গাভীর দুধ আছে, ভাত আছে
সখ আছে আহ্লাদ আছে লোভ আছে, বেঁচে আছি ঘি মাছে l
দিন যায় রাত আছে, রাতে আছে প্রেম, যৌনতা দেহে আছে,
রোগে বদ্যি আছে, চিন্তা নেই কিছু পাছে, সাথে অর্থ আছে l
একদিন ঝড় এলো, তছনছ করে দিলো সাজানো বাগান
সেই যে শুরু হলো, থামছে না, দুর্ভাগ্য দুঃসময়ের জয়গান l
আলোতে এখন কালো কালো সব, চোখ অগ্রে সারিসারি শব
কোথায় সেই আঙুলের ফাঁকে লুকিয়ে ফিনকি সুখের রব?
চন্দ্র রবির মুচকি হাসি মেঘের আড়ালে যেন বিদ্রুপ রূপে আমায় হানে
চিরন্তন সত্যে সাদা কালো রঙিন স্বপ্নে নিরাশায় আশা জাগে প্রাণে l

↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি –

বিপ্লব দে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় থাকেন l কবিতা উনি বিদ্যালয় জীবন থেকেই লিখে আসছেন l তবে কবিতার বই “মৃত্তিকা ” প্রকাশ করেছেন 2020 সনে l বাংলাদেশের নোয়াখালীতে উনার পূর্বপুরুষরা বসবাস করতেন l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*