আমি কি ভালোবাসার যোগ্য!?
-পার্থ গোস্বামী
♥♥♥♥♥♥♥♥
আমি সেই ছেলে….
একটু বড় হতেই বেকারত্বের চরম বাস্তবতা বারেবারে বড় হয়ে গেছি জানান দিলো।
বেকারের তকমাটা আত্মীয় স্বজন,
বন্ধু-বান্ধব ধীরে ধীরে ক্ষণিকের আনন্দ উপভোগের বস্তু করে দিলো!!
আমি সেই ছেলে….
দিনের পর দিন নিজেকে যোগ্য প্রমাণের আশায় শিক্ষা নিয়ে ছুটে বেড়িয়েছি দেশ থেকে দেশান্তর।
পাহাড় প্রমাণ অর্থের কাছে প্রকৃত শিক্ষা আজ লজ্জিত!!
আমি কি ভালোবাসার যোগ্য!?
আমায় কি ভালোবাসা যায়!?
আমিই সেই ছেলে….
সমবয়সীদের একটা একটা স্বপ্ন পূরণ হতে দেখেছি।
সেই সময় স্বপ্নগুলোকে বিলাসিতা মনে করে অল্প বয়েসে পরিবারের দায়িত্ববান বোঝা হাসিমুখে তুলে নিয়েছি।।
আমিই সেই ছেলে….
নিজের কষ্টার্জিত সঞ্চয়ে প্রিয় বোনটার স্বপ্নের সংসার গড়ে দিয়েছি।
একটু একটু করে নিজের সব দিয়ে পরিবারের সাথী হয়েছি।
আমি কি ভালোবাসার যোগ্য!? আমায় কি ভালোবাসা যায়!?
আমি সেই ছেলে….
বাবা,মা, স্ত্রী, সন্তান সকলের মুখে একটুখানি হাসি তুলে দিতে বুকে রক্ত তুলে উদয়-অস্ত পরিশ্রম করে চলি।
নিজের সমস্ত আশা,স্বপ্ন, ভালোবাসা, ভালোলাগা মৃদু হাসির আড়ালে চেপে সকলের স্বপ্ন পূরণে ব্রতী।।
আমি সেই ছেলে….
সবার আশা,আঙ্খাকাকে একটু একটু করে বাস্তবতায় সাজিয়েছি।
আমি কি ভালোসার যোগ্য!?
আমায় কি ভালোবাসা যায়!?
আমিই সেই ছেলে….
বয়সের ভারে ভারাক্রান্ত আজ।
স্ত্রী,পুত্র,বৌমা,নাতি-নাতনি নিয়ে ভরা সংসার।
দৃষ্টিশক্তি ঝাপসা,চামড়ায় টান ধরেছে,
কঙ্কালসার দেহ আজও অসম্ভব মায়ার টানে সকলকে একত্রিত ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে অটুট প্রয়াসী।।
আমিই সেই ছেলে….
নিজের ঘাম ঝরানো উপার্জনে সংসারকে সাজিয়ে দিয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিয়ে মৃত্যুকে বরণ করতে চাইছি।আমি কি ভালোবাসার যোগ্য!?
আমায় কি ভালোবাসা যায়!?
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি~
নাম-পার্থ গোস্বামী, পিতার নাম-উৎপল গোস্বামী, মাতার নাম-লক্ষী গোস্বামী, রাজ্য-পশ্চিমবঙ্গ, জেলা-বাঁকুড়া গ্ৰাম-খালগ্ৰাম। কবি কি না জানি না তবে মনের ভাষা কলমে আসে।এই বিচার পাঠকরাই করবেন। লেখকের কবিতা বিভিন্ন পত্রিকার হাত ধরে সংকলিত হয়ে বই আকারে প্রকাশ পেয়েছে।কবি বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করে একাধিক সম্মাননা ও সনদ অর্জন করছেন।কবির সাহিত্য প্রাণ তিনি সাহিত্য নিয়ে আজীবন কাজ করে যেতে চান।।