আমি সেরা প্রেমিক হতে চাই

-আবু ওবাইদুল্লা আনসারী

♥♥♥♥♥♥♥

আমি প্রেমিক হতে চাই,
সব থেকে সেরা প্রেমিক,
ইচ্ছে হলেই তো আর হওয়া যায় না,
খুঁজতে লাগলাম,
বিরামহীন পৃথিবীর প্রতিটি স্তবকে স্তবকে,
প্রতিটি পাতায় পাতায়,
শিল্পে,চিত্রণে,কবিতায়,গল্পে, সিনেমায়।
এতদিন যেগুলিকে প্রেমের আঁতুরঘর বলে জানতাম,
কিছুই বাকি রাখলাম না।
এতদিন যে লায়লা মজনুর প্রেমকাহিনী বাঙালিকে নস্টালজিক করে তুলেছিল- প্রতি আবেগে,প্রতি রোমন্থনে!
উত্তম-সুচিত্রার যে জুটি প্রেমের উৎফুল্লতা এঁকে দিয়েছে যুবক যুবতীর হৃদয়ে,
সবই যেন শুধু অভিনয়ই থেকে গিয়েছে!
দৃঢ় বাস্তবতার কঠিন রাজপথে সবাই হেরে গিয়েছে,
জীবনানন্দ দাশ থেকে হুমায়ূন আহম্মেদ সকলই বেলাশেষে ব্যর্থ প্রেমিক।
অথচ কবিতার ছন্দে বারবার এরা প্রেমিক সেজেছে,
কোথাও পেলাম এর উত্তর।
তবে বুঝতে পারলাম ,
প্রেমিকার জন্য প্রাণখানিও দিয়ে দিতে হবে,
তবুও সন্দেহ থেকে গেল-
সেরা প্রেমিক কাকে বলে?
কী তার লভ্যপ্রযুক্তি
না আমাকে সেরা প্রেমিক হতেই হবে,
আবার বেরিয়ে পড়লাম,
এবার মানুষের ভিড়ে নয়!
আমার কৌতুহল চোখ নিশানা করল প্রকৃতিকে,
রাতের অন্ধকার থেকে শুরু করে দক্ষিণের বাতাস, অরণ্য,ভোরের চাঁদ, সূর্য,সমুদ্রের জলরাশিকে,
আমি সেরা প্রেমিক হতে চাই,
আমাকে প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে কী?
মানুষ বলে একরকম,এরা বলে আর একরকম।
শুনে হাসতে হাসতে দক্ষিণের বাতাসগুলি কখন কালবৈশাখী তে পরিণত হল,
সমুদ্রের জল কৌতুক করতে করতে জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ছিল উপকূলে।
সূর্য,চন্দ্র,অরণ্য সবাই আপন গতিতে আমাকে নিয়ে হাসতে লাগল,
শুধু আমাকে নিয়ে নয়,
প্রেম নিয়ে যে এতদিন শিল্প সাজিয়েছি,
স্বপ্ন কে সাথে নিয়ে যে প্রেমের ছন্দ সাজিয়েছি,
লজ্জায় আমি কাঁদতে কাঁদতে
সব সাজিয়ে বলছি, আমি প্রেমিক হতে চাই, সেরা প্রেমিক হতে চাই।
এমন সময় এল মেঘবালিকা
তুমি কি সেরা প্রেমিক হতে চাও?
তবে চলে যাও
দাঙ্গাভূমিতে,রণক্ষেত্রে,
বন্যা, ঘূর্ণিঝড়,সুনামিতে অসহায় মানুষের ভিড়ে,
তাদের মাঝে যারা অনাহারে একমুঠো ভাতের জন্য লড়াই করে,
মিশে যাও মাটির গন্ধে,
পৃথিবীর কোনায় কোনায় তুমি চলে যাও,
রক্ষকের ভক্ষক হয়ে উঠার আগেই, প্রেমিক ধর্ষক হয়ে উঠার আগেই,
স্ত্রী রক্ষিতা হয়ে উঠার আগেই,
তুমি প্রেমিক হয়ে যাও,
তোমার ভালোবাসা বিলিয়ে দাও ধরণীর প্রতি প্রান্তে প্রান্তে,
দেখবে তুমি সেরা প্রেমিক হয়ে উঠেছ।

♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কবি আবু ওবাইদুল্লা আনসারী,ভারতের মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক গ্রামে ২০০১সালে জন্মগ্রহণ করেন।পিতা হুমায়ুন কবীর, মাতা মুনেফা বিবি,বর্তমানে সে প্রাণিবিদ্যা বিষয়ে B.Sc তে পাঠরত,ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা কবিকে ভীষণ ভাবে নাড়া দেয়।বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও সাহিত্যের প্রতি কবি ভীষণ অনুরাগী,কবির মূল রসদ বাস্তব পৃথিবী।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*