সখা শাহীর তোমায় কবে দেখব নিকটে
-আমিশা রানী বর্মন
♥♥♥♥♥♥♥
সখা কবে তোমার পাব দেখা,
মোর দিন যে কাটে একা একা!
চিত্রপটেই কী তোমায়
দেখে যাব সারাজীবন?
নয়ত নিকট মাঝে নয়নভরে
দেখব এখন!
সখা মোর জীবন যাতনায় পরিপূর্ণ
সখা তোমায় একবার দেখার তরে
হতে চাই ধন্য।
সখা তোমায় নিকট মাঝে
পাবার আশে ব্যাকুল হয়ে রই,
হতাশার এই কবল থেকে
কিভাবে মুক্ত হই!
সখা আমি বাঁচতে চাই না
তোমার দর্শন বিনা আর!
মৃত্যুপথে পাড়ি জমাতে
হতে চাই পারাপার।
সখা হয় আসো নয়তো নিয়ে যাও
তোমাকে দেখার লাগি
দিবানিশি বিভোর থাকি।
তোমাকে নিকট মাঝে পেলে
মনে হবে বিশ্বব্রক্ষ্মান্ড দর্শন হবে।
সখা,শাহীর বলো তোমায়
কবে পাব নিকটে?
মোর জীবন কী বিষন্নতায়
কেটে যাবে তোমাকে
দেখার সংকটে!
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কবি আমিশা রানী বর্মন ২০০২ সালের ৬ই এপ্রিল বৃহস্পতিবার ঢাকা জেলার জিঞ্জিরা কেরানীগঞ্জ থানার গুলজার বাগে জন্মগ্রহণ করেন।বর্তমানে তিনি হাউলী পাড়াতে অবস্থিত আছেন। মাতার নাম মালা রানী বর্মন, পিতার নাম রতন বর্মন। জিঞ্জিরা কেরানীগঞ্জ পাইলট গার্লস বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে ঢাকা ইস্টবেঙ্গল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি সলিউমোল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত।
তিনি একজন মানবতাবাদী।