ভালো থাকার ভ্যাকসিন
-দীপু রায়
⇒⇒⇒⇒⇒⇒
মন খারাপি থার্মোমিটারে
যদি ওঠে বিষণ্ণতার পারদ,
প্রিয় মানুষটির ভালোবাসার আইসব্যাগটি
চাপিয়ে নিও মাথার ওপর,
আত্মবিশ্বাসের পেসমেকারে
বাড়িয়ে নিও মনের জোর..
ভালো থাকার ভ্যাকসিনটা
আছে রাখা, যত্ন-সহযোগিতার কিটব্যাগে
দূর হবে নিশ্চিত- এই রোগ-শোক,
আসবে নতুন ভোর, গান ধরবে প্রভাতি রাগে…।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
*দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন) ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা পোষ্ট: রাঙ্গালিবাজনা থানা: মাদারিহাট জেলা: আলিপুরদুয়ার পশ্চিম বঙ্গ,ভারত
পেশা: সামাজিক নিরীক্ষা গ্রামীন সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর।
নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন।
এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।