যেতে চাই মহাবৃক্ষের কাছে
-পরাগ ভট্টাচার্য
↔↔↔↔↔↔
ভ্রু পল্লবে একদিন যাকে ডেকেছিলে
মনে করো সে হারিয়ে গেছে কোনো গহন অরণ্যে
সেখানে শোনা যায় গাছেরা নিঃস্বাস ফেলে কেমন করে
শোনা যায় পাখিরা কুজনে কি কথা বলে
সেখানে শুধু সারাদিন আলো ছায়ার খেলা চলে
মনে কোরো হারিয়েছে সে গহন সেই অরণ্যে
দীক্ষা নিতে কোনো মহাবৃক্ষের কাছে
তার মন্ত্রোচ্চারণ প্রবেশ করে মর্মস্থলে
জনারণ্যে এতদিন চলেছিল যে খেলা
সেখান থেকে হয়েছে এখন বিদায় নেবার পালা —
তারপর একদিন ধীরে ধীরে
শোবো সেই মহাবৃক্ষের তলে
ঝরা পাতায় পাতায় সমস্ত শরীর যাবে ঢেকে
আমি নেবো নির্বাণ সবুজের মাঝে —
গাছেদের টুপটাপ শিশিরের স্পর্শে
আমি নির্মোহে যেতে চাই চলে
তুমি এসোনা আর বিদায় জানাতে
বিদায় জানাতে আর না হবে
তোমার নাগরিক অশ্রুজলে !!
↔↔↔↔↔↔
কবি পরিচিতি – খড়দহে ১৯৫৯ সালে জন্ম l এখানেই পড়াশোনা ও তারপর চাকরি l এরপর কলকাতায় চলে যাওয়া l দীর্ঘ চল্লিশ বছর পর আবার খড়দহের নীলাচলে ফিরে আসা l এখন গান আর কবিতাতেই যাপন !!