বিশ্ববন্দিত রবি ঠাকুর

-শিবানী সাহা

⇔⇔⇔⇔⇔⇔

বিশ্ববন্দিত রবি ঠাকুর তুমি
আছো সকলের হৃদয় জুড়ে।
তোমার বিদেহী আত্মা আজও
ঘুরে বেড়ায় জোড়াসাঁকো বাড়িতে।
নাইবা রইলো তোমার নশ্বর দেহ
অবিনশ্বর তুমি ধরার মাঝে।
স্বয়নে স্বপনে জাগরণে সদা তুমি রয়েছো
আজও বিশ্ববাসীর হৃদয় জুড়ে।
সাহিত্য, কবিতা, উপন্যাস, গল্প,গান
অমলিন উজ্জ্বল সাহিত্যের দরবারে।
তোমার প্রাণের স্পন্দন সংগীতের সুরে
ঋতুচক্রে আসে বারে বারে ঘুরেফিরে।
বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত বাংলা ভাষা
তোমার রচিত সাহিত্যের হাত ধরে।
তোমাকে স্মরণ করি জীবনের প্রতি ক্ষণে
করজোড়ে প্রণাম জানাই তব চরণে।
⇔⇔⇔⇔⇔⇔

লেখক পরিচিতি:-
নাম:-শিবানী সাহা
পিতা:-স্বর্গীয় শ্যামলাল দাস
বাড়ি:- কোন্নগর
জেলা:-হুগলী
পেশা:-গৃহবধূ
কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*