মানবতার ক্রন্দন
-মোঃ আবুল কাসেম
⇒⇒⇒⇒⇒⇒⇒⇒
মানবতা গুমরে কাঁদে মানব মনে নাই,
মানবতার ধব্জাধারী খুঁজে ফিরি তাই।
যেথায় দেখি সেথায় চলছে অমানবিক কাজ,
ওরাই হলো সমাজপতি সুখে করছে রাজ।
কী করিবো কোথায় যাবো ভেবে নাহি পাই,
মানবতার অপমানে পিলে চমকে তাই।
এ কোন যুগে বাস করি ভাই মানবতা’হীন,
বিপদ দেখে দূরে পালায় বাড়ায় শুধু ঋণ।
মানবতা কান্নাকাটি করছে দেখি রোজ,
আসল বলতে কিছুই তো নাই রাখে না কেউ খোঁজ।
ধনী লোকের রাজ প্রাসাদে জায়গা পায় না বাপ,
জনম দিয়ে এখন বুঝে করছে কতো পাপ।
মায়ের জায়গা গো’শালাতে কষ্ট করে যায়,
ছেলের ঘরে জায়গা নাই তার কেমন ছেলে হায়।
মানবতা মরে গেছে ছেলের বউদের আজ,
শ্বাশুড়িকে সেবা করবে এটা নয় তার কাজ।
দুখির দুখে কষ্ট পায় না কাঁদে নাতো কেউ,
মানবতা হারিয়ে আজ শুধু স্বার্থের ঢেউ।
ওগো খোদা দয়ার সাগর তুমি দেখাও পথ,
মানবতা ফিরিয়ে দাও এটাই সবার মত।
⇒⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি ঃ
কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবদুল মালেক ও মাতা জহুরা আক্তার খানম। কবি শিক্ষকতা পেশায় জড়িত। ইতোমধ্যে কবির সাতটি যৌথ কাব্যগ্রন্থ বেড় হয়েছে। অনলাইনে লেখালেখি করে প্রায় ১২০০ সম্মাননা অর্জন করেন।