শব্দেরা কথা কয়
-সুমনা মণ্ডল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
সংক্ষেপে অভিযোগ
প্রাক্তনে প্রাঞ্জল,
মোহময় ঘনঘটা
অভিমানী চঞ্চল ।
উচাটন হৃদ্যতা
মানবতা ক্ষুদ্র,
ভালোবাসা ভাণ্ডে
শতাধিক ছিদ্র ।
গিরগিটি রংধারী
মুখোশের জটাজাল,
অবয়বে ভণ্ডতা
দুরাচারে নাজেহাল।
চলমান বাঁকাপথে
হেঁটে চলি দিনরাত,
কাব্যের শহরেতে
শান্তির অজুহাত।
থমকানো দৃষ্টি
মনখানা সব সয়,
কলমের গর্জনে
শব্দেরা কথা কয় ।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি– আমার নাম সুমনা মণ্ডল, আমি বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর পৌরসভার সংকটতলার বাসিন্দা । আমি পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা । আমি লেখালেখি করতে ভালোবাসি, সাথে একটু আধটু বাদ্যযন্ত্র বাজানোর ও শখ রাখি। সবে মিলে এই বাস্তব গণ্ডী থেকে দূরে আত্মভোলা এই জীবন টা আমি ভীষণ উপভোগ করি ।