মুখোশের পৃথিবী
-সজীব
⊗⊗⊗⊗⊗
আদরের মলাটে আচ্ছাদিত অনাদরের গল্পে
আমি, তুমি আমরা সবাই এক একটি চরিত্র,
অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত ভালোবাসার
অথচ, আমরা ভাবছি আমরা সত্য প্রেমিক!
কী অন্ধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে মানুষেরা
যেভাবে বেঁচে থাকে আজন্ম লালিত পশুত্ব,
বুকের গভীরে হাতড়ে বেড়ালে উঠে আসে
নামহীন, বর্ণহীন কিছু অক্ষরের অস্পষ্ট মানে!
বাঘবন্দি খেলায় এখনো বিশ্বাস বাজি রেখে
পথ চলে হারানো উপত্যকায় নির্বাসিত মানবতা,
আর, আমরা ভেবে নিই যে আমরাই চিরন্তন
আমরা মনে করি আমাদের জন্যই শুধু পৃথিবী।
আদর, মমতা, সহানুভূতি নামক ভারী শব্দগুলো
আজ হয়ে গেছে পতিতার মতন অস্পৃশ্য, অসতী,
আর, তুমি আমি মিলে সেই শব্দগুলোকে আজ
ব্যাবচ্ছেদ করি মহাকালের অভিধানের দৃষ্টিকোণে।
তবে তাই হোক, জন্ম নিক আরও নরপিশাচ
জেগে উঠুক সব মানুষের অচেনা সব পশু রূপ,
আমরা ভেঙে যাই না হয় ঈশ্বরের প্রবল ক্রোধে
ধ্বংস হয়ে যাক তবে এই মুখোশের অভিশপ্ত পৃথিবী!
⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতিঃ
নামঃ সজীব,জন্মঃ ১৫/০৯/১৯৮৯ ইং,জন্মস্থানঃ সিরাজগঞ্জ,বাবার নামঃ শেখ মোঃ আবু সাঈদ, মাতার নামঃ নার্গিস সুলতানা, পেশাঃ চাকুরিজীবী, শখঃ লেখালেখি, সংগীত, বর্তমান অবস্থানঃ ঢাকা