অতীতের হাতছানি
-রৌগুনে জান্নাত
⇐⇐⇐⇐⇐⇐
সময়ের প্রয়োজনে
অসময়ের বেড়াজালে
ঘুরে বেড়াই আমি
ঐ নিল দিগন্ত কোণে।
সমূদ্র স্রোতে
প্রবল ঝড়ের বেগে
হারিয়ে যাই আমি
প্রতি ক্ষণে ক্ষণে।
অতীতের হাতছানিতে
বুকের ভেতর কাঁপন তুলে
চোখের কোণে বৃষ্টি নামে
মন চায় চলে যাই
দূর বহু দূরে।
ঐ আকাশ পানে
রাতের আকাশের তারা হয়ে।
⇐⇐⇐⇐⇐⇐
কবি পরিচিতি-
নামঃরৌগুনে জান্নাত, অধ্যায়নঃ অনার্স কমপ্লিট (ইতিহাস)। মাস্টার্স অধ্যায়নরত ( ইতিহাস – আনন্দমোহন কলেজ)
পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃ ফাতেমা খাতুন (গৃহিণী) বাসাঃ ১৫৩,কালিবাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। শখঃ বই পড়া,ছবি আঁকা, সাইকেলিং,গাছ লাগানো,নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো।