আমি নারী

-তৌহিদা জাহান লিপি

↔↔↔↔↔

আমি নারী —————
আমি আগুন,আমি পানি! “
ভালোবাসা দিতে পারি
আবার বাঁধতেও পারি চুল “””‘
আমি যে গাইতে পারি গান ——
বিশ্বাসের চাদর বিছিয়ে আবার
ভুলতে পারি তোমাদের দেওয়া,
সকল অপমান ——— 
ছুঁতে পারি পাহাড় চূড়া ———-
মহাকাশেও গড়তে পারি নিজের
অবস্থান ” ———- সেই সাথে মিশতে পারি আবার মাটিতে “””
নিজেকে প্রমাণ করে বিশ্বসেরা”
অবকাশের সময় নেই যে আমার, ——- কারন আমি এক সীমান্তের অতন্দ্র প্রহরী !
সাত সমুদ্র পারি দিতে পারি, বুকে নিয়ে অসীম সাহস —————
আবার কাঁধে নিতে পারি সমস্ত অপরাধের ভার ————
কারন, আমাকে যে বিধাতা দিয়েছেন —— অপরিসীম ক্ষমতা, সহস্র তীরবৃদ্ধ একবুক যন্ত্রনা সহ্য করার ————- আকাশ,মাটি ও জল ———– “
এখনও হয়নি আমার সুযোগ্য আবাসস্থল !! ফুল, গন্ধ, পবন,
দোল খায় সবপন
তবুও নাগালের বাইরেই থেকে যায়, আমার নিষ্পেষিত নারী জীবন ————– “
তাইতো ফিনফিনে কাপড়ের ভাঁজে তোমরা আজও খুঁজে ফেরো যে নারী ?
কখনও মানুষ ভেবে সুযোগ দিও ——— দেখবে আমরাও পারি ——– 

↔↔↔↔↔
কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি।। আমি ঢাকায় থাকি।। ঢাকার একটি বেসরকারি কলেজে কর্মরত আছি।। আমি কবিতার পাতা পরিবারের এডমিন প্যানেলে মডারেটর হিসাবে যুক্ত।।ধন্যবাদ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*