নাড়ির টান

-চিন্ময় বিশ্বাস

⇔⇔⇔⇔⇔⇔

চলো আরো একবার হাত লাগাই —
রসাতল থেকে টেনে তুলি
গোটা বিশ্বকে,
কতদিন ছুঁই নি মাটি!
নামি নি মাঠে!
ধূলো পায়ে ফিরি নি ঘরে!
দেখো বন্ধ্যাত্বের অলীক যাতনায় কাদঁছে
নির্জীব শস্য,
মাটি নাকি মায়ের মত!
তবু কখনো সখনো শিকড় ছিঁড়ে যায়,
আকাশ ছোঁয়া হয় না!
মাটি পুড়ে পাথর হয়,
পাথর থেকে প্রাসাদ,
ভেতরে সাত রাজার ধন — শস্য অফুরান,
বাইরে লুঠতরাজ!
তবে আগুনের ডাকে নয়,
মাটির ডাকে —
চল এবারে দল বাঁধি,
এক নাড়ির টানে টেনে আনি তাদের –
যারা কোনোদিন পায় নি আমন্ত্রণ
বিশ্ব সমৃদ্ধি আয়োজনে!
⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

চিন্ময় বিশ্বাস, পিতা: শ্রী বাবলু বিশ্বাস, মাতা: শ্রীমতী দীপা বিশ্বাস, জন্ম- ১৪.১১.১৯৮৯ , বীরপাড়া, আলিপুরদুয়ার
৭৩৬ ১২১ পশ্চিমবঙ্গ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*