অলিখিত উপন্যাস

-চিন্ময় বিশ্বাস

↔↔↔↔↔↔

খণ্ড,খণ্ড-উপন্যাস থেকে বাস্তবের মাটিতে পা,
মাথায় ভাঙা টিনের তোরঙ্গের ফাঁক দিয়ে;
উঁকি দেয় উদ্বাস্তু জীবনের স্বপ্ন!
অবচেতনের পথ বেয়ে খুঁজি চড়াই-উৎরাই,
বি.টি.রোডের বস্তির এক কোণে;
বোতাম আটা জামার নীচে জমানো ফ্রয়েডের চিন্তন।
ঘুমহীন ঘড়ির কাঁটায় দুরন্ত বেগে বয়ে চলে স্মৃতিপট,
যান্ত্রিকতার পাথুরে ভূমিতে ঝুরি নামায় না প্রাচীন বট।
এক খণ্ড চাঁদের দেখা মেঘের ফোকলা দাঁতের ফাঁকে,
অদৃশ্য পূর্ণাঙ্গ উপন্যাস,লুকিয়ে বস্তি জীবনের বাঁকে।
থ্রি.এইচ ফ্যাক্টরের মিশেলে চলতে শেখা কাহিনী,
প্রকাশিত- আংশিক অপ্রকাশিত মিস্ট্রি নিয়ে,
সাজানো ঘরে দিয়েছিলাম পুতুল বিয়ে।
ভাঙা টিনের তোরঙ্গ মাথায় নিয়ে বাস্তবের মাটিতে পা,
এবার বুঝি,উপন্যাসের মাটি আরও শক্ত হলো?
↔↔↔↔↔↔

কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস।আমার স্ত্রী সুস্মিতা বিশ্বাস কবিতা রচনার অন্যতম প্রেরনাদাত্রি। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*