আজও মানচিত্র কাঁদে

-মাই ফেয়ার চৌধুরী

⇒⇒⇒⇒⇒⇒⇒

আগস্ট তুমি নিকষ কালো,
বিভীষিকাময় অন্ধকার রাত!
কলঙ্কিত ক্ষত অধ্যায় ফাঁদ,
ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর লাশ!
আগস্ট তুমি মেঘ কালো,
রক্তঝরা অশ্রু সিক্ত মাস!
হায়না নরপশুরা স্বপরিবারে,
করলো জাতির সর্বনাশ।
কালের বিবর্তনে নও তুমি ইতিহাস,
প্রতিটি বাঙালীর হৃদয়ে জীবন্ত বসবাস।
হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক মুজিব,
জাতির হৃদ ভাস্করে তুমি চিরঞ্জীব।
বাঙালীর স্পন্দনে রবে দীপ্ত প্রদীপ,
এই মৃত্তিকা, এই সবুজ বাংলা
তোমারি রক্তঝরা শ্রেষ্ঠ উপহার।
স্বাধীন বাংলার তুমি রূপকার,
তুমি বাঙালী জাতির অহংকার।
বুকের তাজা রক্ত বিন্দু দিয়ে,
মুক্ত করেছো পরাধীন।
তোমারি কণ্ঠে আমরা স্বাধীন,
লাল সবুজের পতাকা উড্ডীন।
বাঙালীর হৃদ মন্দিরে চিরদিন,
আগস্ট তুমি বীভৎস আঁধার কালো,
বাংলার আকাশে নিভে গেলো আলো।
নর পিশাদের বর্বরোচিত হত্যাকাণ্ড ,
বাংলা হারালো মেরুদণ্ড!
আগস্ট তুমি বিভীষিকাৃয় কালো,
বিষাদের কষ্টের যন্ত্রণায় শোক জ্বালো!
তুমি এলে জাতি শোকাহত নিরবধি,
পদ্মা-মেঘনা-যমুনা যতদিন বহমান
বাঙালীর জাতির দেশরত্ন স্থপতি।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
সোনার বাংলা তোমারি অবদান,
মানচিত্র হীরক খণ্ডে খচিত রবে নাম,
আকাশে,বাতাসে,কবে তোমার কীর্তি গান।

⇒⇒⇒⇒⇒⇒⇒
পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী,মাতা-লায়লা বেগম।পিতা-রমজু চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা। ডাকঘর – বন্দর
পুলিশ স্টেশান -ডবলমুরিং, জিলা- চট্টগ্রাম। বাংলাদেশ।
ফেসবুক এ কয়েকজন সুন্দর মনের বন্ধুদের উৎসাহ,অনুপ্রেরণায় লিখার হাতে খড়ি।সাহিত্য,সংস্কৃতি, ও ক্রীড়া অনুরাগী হিসাবে শখের বশত লিখার অঙ্গনে হামাগুঁড়ি দিয়।শখ-অজানা কে জানা,ভ্রমণ,আড্ডা, বিভিন্ন সাহিত্য গ্রুপে পরোক্ষ ভাবে সাধারণ লেখক হয়ে নিজের অনুভতি গুলি লিখতে চেষ্টা করি।ইতিমধ্যে ২০২১ একুশে বই মেলা একক কাব্যগ্রন্থ “অন্তিম বেলায় রক্তিম আভা” প্রকাশিত হয়। দ্বিতীয় একক কাব্যগ্রন্থ আগামী বই মেলা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। “আমার অক্ষরে তুমি অক্ষয় ” যৌথগ্রন্থ সমূহ – (১)বাঁধ ভাঙ্গা ফাগুনের হাতছানি (২)রক্তঝরা অশ্রু
(৩)মানচিত্রের বিনিদ্র রজনী। (৪)দীর্ঘ অনুভতি

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*