অনুশোচনা

-প্রণব ঘোষ

⇔⇔⇔⇔⇔

হাতে নিয়ে ফোন ভুলে যায় জন
ছোট ছেলে আছে ঘরে,
টিভি দেয় খুলে পড়া যায় ভুলে
সেই কথা বুঝে পরে|
বাবা ফোন ঘাটে ভানু যায় পাটে
বাবা বাবা ডাকে ছেলে,
বড় হবে ছেলে দূরে দিবে ঠেলে
নাহি দেখে চোখ মেলে|
বড় হলো পুত্র ভুলে যায় গোত্র
কেবা মাতা কেবা পিতা,
ভুল কাজ করে আজ মনে পড়ে
আজ মনে শুধু ব্যথা|
বকা ঝকা করে ফোন নিয়ে ঘরে
ছোট বড় কই মানে,
আজ বুঝে ভুল নেই কোন কূল
ওই সব নাহি যানে|
শুধু করে জেদ মনে হয় ছেদ
বাবা বেশি কথা বলে,
বেঁকে গেছে খোকা বাবা আজ
বোকা ছেলে ঘর ছেড়ে চলে|

⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
প্রণব ঘোষ,পাকুয়া হাট( কলেজ পাড়া), জেলা- মালদহ, রাজ্য- পশ্চিমবঙ্গ, পেশায় – শারীর শিক্ষার শিক্ষক
যোগ্যতা- বি পি এড , এম এস ডাব্লু

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*