লবণাক্ত অভিমান

-মানিক রায়

♥♥♥♥♥♥

লুকানো অভিমানকে বড্ড ভালোবাসি
অভিনয়টুকু সরিয়ে রেখে…….
মনের গভীরে এঁকে যাই আলোর কোলাজ ।
চোখের মনিকোঠা জুড়ে তুমি
নিজেকে সতেজ রেখেছি তোমারিই
ঠোঁট যুগলের ভেজা লবণাক্ত স্বাদে।
সুমিষ্ট কথার ভেজা ভেজা আবেগে
মাটি ছোঁয়া অপেক্ষায় সুন্দরী গরান।
ভূগোলের পাতায় বয়ে যাওয়া নদী
শীতলতর ছোঁয়ায় হিমবাহ কিংবা বরফের স্তূপ।
যতটা ভালোবাসলে নাতিশীতোষ্ণ অরণ্য।
আসলে ভেতরকার প্রসারিত আলোয়
ভালোবাসার নিদিষ্ট কোন মানচিত্র নেই ———
গন্তব্যে পৌঁছোবো বলেই নিরক্ষরেখা বরাবর হাঁটছি।।

♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ-
মানিক রায়, পিতাঃ- শ্যামাকান্ত রায়, মাতাঃ- বয়জন্তী রায়, গ্রামঃ- পশ্চিমখয়ের বাড়ি, পোঃ- রাঙ্গালীবাজনা থানাঃ- মাদারীহাট, জেলাঃ- আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ (ভারত)
পেশায়ঃ- পঞ্চায়েত অফিসের ক্যাজুয়াল স্টাফ । দীর্ঘ দিন ধরে লেখালেখি করছি। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত, কাব্যগ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*