মানুষকে একবার

-চিন্ময় বিশ্বাস

⇒⇒⇒⇒⇒⇒

মানুষকে একবার মানুষ হয়ে বাঁচতে দাও,
দেখোই না মনুষ্যত্বের মৃত্যুতে সে কাঁদে কিনা!
তারপর না হয় শাষক থেকে তোমরাই
অত্যাচারী হয়ে ওঠো,
হয়ে ওঠো স্বেচ্ছাচারী।
মানুষকে একবার মানুষ হয়ে বাঁচতে দাও,
দেখোই না দেশের ভালোয় দশের ভালোয়
সে দল বাঁধে কিনা!
তারপর না হয় রাজনৈতিক থেকে
তোমরাই কূটনৈতিক হয়ে ওঠো,
হয়ে ওঠো একাধিপতি।
মানুষকে একবার মানুষ হয়ে বাঁচতে দাও,
দেখোই না ক্ষুধার রাজ্যে তার আওয়াজ
কতটা মুখরিত হয়
সমানাধিকারের নেপথ্যে।
তারপর না হয় তোমরাই ছিনিয়ে নাও
নির্বিচারে বেঁচে থাকার অধিকার,
পৃথিবী চলুক তোমাদের কর্তৃত্বে।
মানুষকে একবার মানুষ হয়ে বাঁচতে দাও,
দেখোই না রাম-রহিমের কণ্ঠে একই সুরে
উচ্চারিত হয় কিনা অভেদ মন্ত্র,
তারপরই না হয় ধর্মের নামে শুরু কোরো
হানাহানি,
শুরু কোরো সাম্প্রদায়িকতার রক্তযুদ্ধ।
মানুষকে একবার মানুষ হয়ে বাঁচতে দাও,
দেখোই না পৃথিবীতে শান্তি আসে কিনা!
তারপরই না হয়……..
**********
কবি পরিচিতি :

চিন্ময় বিশ্বাস, পিতা শ্রী বাবলু বিশ্বাস, মাতা: শ্রীমতী দিপা বিশ্বাস, জন্ম- আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। লেখালেখির প্রতি আকর্ষন সেই কলেজ জীবন থেকেই। সাময়িক কিছু পত্রিকায় বেশ কিছু লেখা প্রকাশিতও হয়েছে,

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*