অনুরাগ
-ধিরাজ সাউ
♥♥♥♥♥♥♥
ভালবাসা এক এমন রোগ ,
একবার হলে হৃদয় কে সামলে রাখতে পারে না কোনো লোক ।
জীবনে স-ইচ্ছ ভালোবাসা খুবই প্রয়োজন,
কিন্তূ সমাজ মানে না ,মানে না পিতা মাতা ও গুরুজন ।
ভালোবাসা এমন এক মাধুর্য্য,
যেখানে স্থাপিত বসতি ঈশ্বরর্য্য ।
ভালোবাসা নিয়ে প্রেমিকগন খেলা করে না ,
ভালোবাসার জেলখানায় বন্দি হলে রেহাই মেলে না ।
ভালোবাসা হলে জীবনের অনেক সুপরিবর্তন হয়,
উঠতি বয়সি বন্ধুবান্ধব আর আমি তা কয় ।
ভালোবাসলে জীবন হয়ে ওঠে যেন এক বন্ধ ঘড়ি
সঙ্গীর দেখা না পেলে হৃদয় হয় সুরসুরি।
মুখে রুচে না কোনো খাবার,
মন কয় সঙ্গী যদি দেখা দিত বার-বার ।
সময় হয় না পার তাড়াতাড়ি ,
যেন ” সময় ” আমার সঙ্গে করেছে আড়ি ।
পড়তে বসলে চোখ দেখে লাইন মুখ পড়ে বই
কিন্তূ আমার মনটা যে সেখানে নই ।
এমনিভাবে পার হয় দিন ,পার হয়ে যায় রাত ,
ভাবি বলে দেব ভালোবাসি তোমাই কোনোদিন হঠাৎ ।
তবু ভয়ে মন তাকে ,মুখে কথা না কয় ,
ভাবে যদি কোনো কারনে সে আমার না হয় ।
মন চাই – তার জন্য অনেক কিছু করতে ,
কিন্তুু মন আমার প্রশ্ন করে সেও-কি চাই আমায় কিছু বলতে ?
আমার নয়ন তাঁর দিকেই তাকায়, কেন জানি না,
কোনো বার্তা না পেলে ও সে হার মানে না ।
হটাৎ একদিন সে ইশারায় বলে ” তুমি একটা পাগল “
আমার হয়-নি বিশ্বাস ইশারা তাঁর সত্যি না নকল ।
সে দিনই ঘটল এক ঘটন ,
রাস্তাই যত-সব কথার আয়োজন ।
তার বান্ধবী আমায় ডেকে বলে ,সে কি বলছে -যা শুনে ,
মনে হলো যেন সে-দিন এল যার অপেক্ষা করছি দিন গুণে ।
কিন্তূ সে কিছু আমায় বলতে পারলো না ,যারে সঙ্গী আমি কয় ,
মন ও আমার ভাবে ,পৃথিবীতে এমন মেয়েও হয় ।
আমার জোর করাই সে কিছু বলে না , চোখে আসে তাঁর জল ,
তখন আমার বিবেকে লাগে, মন করে টলমল ।
তারপর থেকে সে থাকে চুপচাপ কথা আর কয় না ,
আমার কাছে সে হয়ে রইল ‘আমার মনের আয়না’
পড়াই তার খুব মন লাগে ,নিজ কাজে সে ব্যস্ত ,
আমি হয়ে রয়ে গেলাম – ভালোবাসার রোগগ্রস্ত ।
তাকেই ভেবে কাটে দিন রাত্রি ,আমার সব সময় ,
আমার ভালোবাসা বুঝলো কি না জানি না , তাঁর হৃদয় ?
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম – ধিরাজ সাউ, জন্ম – ৯.০৪.১৯৯৯, ঠিকানা – নিয়ামতপুর ,পশ্চিম বর্ধমান ২০১৭ সালে বেলরুই এন. জি. উচ্চ বিদ্যালয় থেকে পাস করার পর,কুলটি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান এ বি.এ. (২০২০) পাস । বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম. এ. করছেন ।
স্কুলজীবন থেকেই লেখার উৎসাহই ,ভালবাসা ও বাস্তব বিষয়ক কবিতা ও বিশেষ রাজনীতির সঙ্গে জড়িত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রবন্ধ লিখেছেন । যা ওয়েব ম্যাগাজিন এ দেওয়া হয়েছে । এবং সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাহিত্য গ্রুপে লেখা লেখি বিদ্যমান