এক মা ও এক মেয়ের কথা
-অনিতা মুদি
→→→→→
যখন আমি পৃথিবীতে আসিনি মা
তখন তুমি ছিলে একা।
দশ দিন দশ মাস পর এলাম তোমার কোলে।
তুমি পেলে আমার দেখা।
মা যখন তুমি কোলে পেলে এক টুকরো চাঁদ।
কে জানত যে আমিই ভাঙবো একদিন তোমার মনের বাঁধ।
আমার জান্য মা তুমি আমায় দিলে সমস্ত সুখ।
প্রতিদানে মা তুমি পেলে একরাশ দুঃখ।
ছোট্ট থেকে করলে আমায় লালন পালন কষ্টে।
তাই মা তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ ।
আমার জন্য দিনরাত ফেললে শুধু চোখের জল।
মানব সমাজ নেবে না আমায় আপন করে,
কী আর হবে ভেবে বল ?
মেয়ে জন্ম পেয়েছি বলে মা সমাজ তোমার করল পর।
মোদের দেশে ভ্রুণহত্যা বন্ধ হবে কবে ?
যুব সমাজ এগিয়ে এলে ভ্রুণহত্যা বন্ধ হবে তবে।
মা আজ তুমি নেই, পাইনা তোমার দেখা।
মা তুমি নেই বলে আজ হয়েছি বড়োই একা।
মা আমায় মানব সমাজে বাঁচতে হবে মাথা উঁচু করে।
সব মেয়ে মানব সমাজে হয় যেন লক্ষী,দেবতার বরে।।
→→→→→
কবির পরিচয় :
আমি অনিতা মুদি । আমার পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । আমার জন্ম ১৯৯৮ সালের ২৫ ই জানুয়ারি । নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে । কিন্তু বর্তমানে সাওতালডি-তে বসবাস করছি । আমি ২০২০ সালে সিধো- কানহো- বিরসা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছি । আমার কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে । তাই যখনই আমি ফাঁকা থাকি তখন আমি কবিতা লিখি ।