তুমি আসোনি বলে

-রবীন্দ্র নাথ ঘোষ

♦♦♦♦♦♦♦

তুমি আসবে বলে অলিন্দায় বসে
রাত্রি করেছি পার,
পুরানো অজুহাত আবার ফিরে আসে-
‘সময় পাইনি আসার’।
তুমি আসোনি বলে জমানো কথারা
অভিমানে কুলুপ এঁটেছে,
তুমি আসোনি বলে ভাবনাগুলো
হতাশার বীজ পুঁতেছে।
তুমি আসোনি বলে স্বপ্নেরা তাই
ডানার ভরসা পায়নি,
তুমি আসোনি বলে ভোরের কোকিল
ভৈরবী সুরে গায়নি।
তুমি আসোনি বলে ফুসফুস তাই
পর্যাপ্ত শ্বাস পায়নি!
তুমি আসোনি বলে মূল্যবোধের
মন্ত্র কানে কেউ নেয়নি।
তুমি আসোনি বলে বিবেক খুনের
তদন্ত শুরু এখনো হয়নি,
তুমি আসোনি বলে নির্যাতিতা
ন্যায্য বিচার পায়নি।
তুমি আসোনি বলে প্রতিবাদধ্বনি
আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়নি,
তুমি আসোনি বলে জীবন প্রবাহ
মূলছন্দে আজ বয়নি।
তুমি আসোনি বলে ইচ্ছেগুলোর
ডানার ঝাপটানি সয়েছি,
তুমি আসোনি বলে গুমরে গুমরে
নিজেকেই ছিঁড়ে খেয়েছি।
তুমি আসোনি বলে প্রকৃতি হঠাৎ
ডাক দিয়েছে হরতাল-
তুমি আসোনি বলে কবির কলমে
শব্দের পড়েছে আকাল!
তুমি আসোনি বলে…

♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি:
কবি- রবীন্দ্র নাথ ঘোষ।
নিবাস-মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
বিগত প্রায় এক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে, ৯০০র বেশি সনদ সম্মাননা অর্জন। কবিতার মূলস্তম্ভ প্রতিবাদী ভাবনা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*