মেঘের উঠোনে
-গণেশ পাল
↔↔↔↔↔↔
মেঘ ছিঁড়ে বের হয়
জ্যোৎস্না —
মেঘের উঠোনে লজ্জাবতী
আলোর ঢল যেন ।
সাদৃশ্য একসময় অযথা
অপ্রত্যাশিত আনাগোনায় তবু
আসক্তি বেচাকেনা করি
আলোর জলে ।
জীবনে যখন কাউকে
এই আয়োজন ব্যাপ্ত করি তবে
আবিষ্ট গৃহে কেবল
তার সমাহার
বৃক্ষলতায় পাখির মতন ।
একসময় আবার জ্যোৎস্না
ঢেকে যায়
মেঘের সেই উঠোনে ।
তবু অলোর লজ্জাবতীকে
ভোলা যায় না ।
সিক্ত আলোয় আরো
ভিজতে হয় ।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উম্মিলা রানী পাল। জন্মস্থান : রাজশাহী বিভাগের নাটোর জেলায় ১৯৫০ সনে ২ জুলাই । জন্ম গ্রহণ করি। শিক্ষাগত যোগ্যতা :বি.এ কর্মজীবন : বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে পরিদর্শক পদে চাকুরী করে ২০০৮ সন থেকে অবসর জীবন যাপন করছি ।
লেখালেখি : কলেজ জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখে চলেছি। এখন পর্যন্ত ১০ টি বই যেমন ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ , ৩ টি উপন্যাস প্রকাশিত হয়েছে। এখনো প্রকাশিতব্য বই রয়েছে ২০ টি কাব্যগ্রন্থ , ৩ টি গল্পগ্রন্থ, ২ টি অণুগল্পগ্রন্থ । কয়েক শত গান রয়েছে।নিয়মিত এখন ফেসবুকে লিখে যাচ্ছি ।