জীবন
-রৌগুনে জান্নাত
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
জীবন হলো
একটি নৌকার মতো
যে নৌকার মাঝি তুমি ,
আর গার্জিয়ান হলো
সে নৌকার যাত্রী।
যাদের কথায় তুমি
এখান থেকে সেখানে
ঘুরে বেড়াও।
কখনো কখনো
প্রবল বাতাসের কারণে
তুমি যাত্রীদের
দেখানো পথে যেতে পারো না।
কখনো কখনো আবার
পথ ভ্রষ্ট হয়ে যাও।
কখনো তুমি নিজের ইচ্ছে মতো
নিজের দাঁড় টানতে পারো না।
তুমি যতই দাঁড় টানো না কেন
নৌকা যেখানে যাওয়ার
সেখানেই যাবে।
শুধু তোমার প্রচেষ্টার ফলে
একই জায়গায় থেকে
উন্নতি বা অবনতি হবে।
এতো চিন্তা কিসের মাঝি?
নৌকাটাকে ছেড়ে দাও না
নিজের আপন দাঁড়ে,
দেখবে হাওয়ায় হাওয়ায়
দুলতে দুলতে একদিন ঠিক
চলে যাবে সঠিক ঠিকানায়,
তার আপন ঠিকানায়।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
সংক্ষিপ্ত পরিচয়ঃ
নামঃ রৌগুনে জান্নাত, ১৫৩,কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। নিজ বাড়িতে। পিতাঃ মোঃ মোজাম্মেল হক(অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা) মাতাঃ ফাতেমা খাতুন (গৃহিণী) ঠিকানাঃ কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। যোগ্যতাঃঅনার্স কমপ্লিট। মাস্টার্স অধ্যায়নরত। ইতিহাস বিভাগ। অভ্যাসঃ বই পড়া, ছবি আঁকা,সাইকেলিং,গাছ লাগানো, গান শোনা, ঐতিহাসিক স্থান পরিদর্শন।