ভাসা ভাসা জ্ঞান

-আবুল হাসমত আলী

⊗⊗⊗⊗⊗

আর্কিমিডিস বলেছিলেন ভাসন ও নিমজ্জনের কথা,
ডুবে যাবে যে বস্তু ভারী সম আয়তন জল অপেক্ষা,
আর ভাসবে, যেটা সম আয়তন জল অপেক্ষা হালকা,
তাঁর এ আবিষ্কারে মুগ্ধ হয়েছিল বিজ্ঞানী থেকে জনতা।
তবে আর্কিমিডিস কি বললেন সেটা আমি ভাবি না,
সত্যি, সেসব ভাবার মতো নেই আমার বিচক্ষণতা।
তবে আমার মাথায় কিলবিল করছে অনেক কথা,
যদিও আপনাদের কাছে তার নেই কোন সারবত্তা ।
হাইড্রোজেন ভরা বেলুন হালকা বলে বাতাসে ভাসে,
তার সার্থক প্রয়োগ দেখা যায় জুলভার্নের গল্পে।
লোহা ভারি হলেও লোহার তৈরী জাহাজ জলে ভাসে,
নাবিক ম্যাজিল্যান ভূ-গোলকত্বের প্রমাণ দিতে_
একই জায়গায় ফিরেছিলেন জাহাজ চালিয়ে একই দিকে,
তাঁর এ কীর্তির কথা লিপিবদ্ধ আছে ইতিহাস।
নানা রকম ফুলের সুগন্ধি বাতাসে ভেসে বেড়ায়,
সেই সব ফুলের সুগন্ধি মানুষের মন মাতায় ।
মানুষের প্রতি মানুষের ভালোবাসা ভাসা ভাসা,
তাই অহরহ ঝগড়া বিবাদে লিপ্ত হয় তারা ।
সুনিতার প্রেম রাজেশের প্রতি বেশি দিন টিকলো না,
আসলে ভাসা ভাসা প্রেম নিয়ে যায় না কাছে টানা।
আবার আবেগে ভেসে গিয়েছে কত প্রেমিক প্রেমিকা,
একে অপরকে না পেয়ে সাঙ্গ করেছে তারা ভবলীলা।
মেয়েটির ভাসা ভাসা চোখ কবিকে মুগ্ধ করেছে,
তাই কবির কলমে সুন্দর কবিতা সৃষ্টি হয়েছে।
পক্ষিকুল বাতাসে ভাসে নিজেদের প্রচেষ্টায়,
আর মানুষ এরোপ্লেনে ভাসে বিজ্ঞানীদের কৃপায় ।
কত শত ঘরবাড়ি, গাছপালা ভেসে যায় বন্যার কবলে,
অনেকে মজা করে দেখতে যাই হেলিকপ্টারে চড়ে।
ভাসা ভাসা কথা বলে হয়েছে সে অবিশ্বাসী,
তাই তার একটাও নাই ভালো মানের সঙ্গী ।
ভাসা ভাসা ধর্ম কথা গড়েছে বিভেদের প্রাচীর,
আসলে তারা রাত দিন চর্চা করে ধর্মীয় গোঁড়ামির।
গুণীদের গুণাবলী ভেসে বেড়ায় বিশ্বব্যাপী সর্বত্র,
তাই তাঁরা কোন স্থানের গোণ্ডি পেরিয়ে সর্বত্র পূজিত।
আবেগে ভেসে কোন শিল্পী গায়ল কত গান,
সেসব গান জনসমাজে এনে দিল তার মান।
আমার মনের কথা ব্যক্ত করার নাই ক্ষমতা,
আসলে আমার জ্ঞান রয়েছে ভাসা ভাসা ।
ভাসা ভাসা জ্ঞান নিয়ে কত আজে বাজে বকি,
পাঠককুল তা পড়ে মজা পায় করে হাসাহাসি।

⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি: আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা। আমার জন্ম ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি। পিতা শেখ আতর আলী একজন কৃষিজীবী। আমি পেশায় একজন গৃহশিক্ষক। আমি মানবপ্রেমী ও প্রকৃতি প্রেমিক। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। আমি বই পড়তে ভালবাসি। সেই সঙ্গে একটু আধটু লেখালেখির চর্চা করি। একটা শোষণমুক্ত স্বচ্ছ সমাজের আমি প্রত্যাশী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*