বঙ্গবন্ধু
-সত্যজ্যোতি রুদ্র
♦♦♦♦♦♦♦♦♦♦
বাঙালীর ইতিহাসে অবিসংবাদিত নেতা,
এক মহান জাগ্রত বিবেক চির অম্লান,
যুগে যুগে রবে তোমার অমর কীর্তি গাঁথা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর ললাটে আঁকা
জয় রাজটিকা চির ভাস্বর অতি সুমহান,
আকাশে বাতাসে আজো মুখর মানস পটে
প্রিয় মহান দরদী নেতা জানাই হাজার সালাম।
পরাজয়ের গ্লানি ;শত্রু মুক্ত করতে এদেশে
ঝরে গেলো কত তরতাজা নিষ্পাপ প্রাণ,
ছিনিয়ে নিতে স্বাধীনতা হঠিয়ে দিতে ক্লেশ
বিনিময়ে কত ত্যাগ, দিয়েছে আত্ম বলিদান।
তুমি না হলে বন্ধু ভালোবাসার এ দেশ গড়া
হতোনা কভু; মানুষ পেতো না পরিত্রাণ,
পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে রয়ে যেতো
হারাতো সকলের স্বীয় যশ, মান ও সম্মান।
তোমার বজ্রকণ্ঠে দীপ্ত ধ্বনি ৭ই মার্চের ভাষণ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
লাখো জনতার ভীড়ে সদর্পে দৃঢ উচ্চারণ
এবারেরসংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
স্বাধীনতার ঘোষক, স্থপতি জাতির কর্ণধার
কোট কোটি বাঙালীর পরম আদুরে সন্তান,
শ্রেষ্ঠ নেতা তুমি স্বাধীন বাংলাদেশের রূপকার
সকাতরে করলে সপরিবারে জীবন বলিদান।
বাঙালী ভোলেনি ১৫, আগষ্টের রক্তঝরা দিন,
আষ্টেপৃষ্ঠে লেগে থাকা জ্বলন্ত শিখা লেলিহান,
চোখ বুজেনি আমজনতা ;আজো বয়ে বেড়ায়
লয়ে ঋণের বোঝা কাঁধে বিশাল পাহাড় সমান।
কে ভেবেছিলো টুঙ্গিপাড়ার সে বিস্ময় বালক
হবে একদিন দেশের ধ্বজাধারী নায়ক মহান,
অসীম সাহসী আর বিশাল হৃদয়ের মানুষ তুমি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
♦♦♦♦♦♦♦♦♦♦
সংক্ষিপ্ত পরিচিতি–
সত্যজ্যোতি রুদ্র(সহকারী শিক্ষক),কাকারা হাই স্কুল,চকোরিয়া,কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার (ইউটিউব চ্যানেল -গীতি কানন Geeti Kanon),পিতা– প্রয়াত ব্রজেন্দ্র মোহন রুদ্র (প্র.শিক্ষক), গ্রাম– কাকারা, উপজেলা– চকোরিয়া, জেলা– কক্সবাজার, বাংলাদেশ।