তুমি আমার
-মোঃআরমান হিমেল
♥♥♥♥♥♥♥♥
তুমি আমার শেষের কবিতা, যত পড়ি ততই উপলব্ধি
কবিতার শব্দার্থ-মর্মার্থ হয়ে পাশে থেকো শেষ অব্দি।
তুমি আমার শীতের হাঁড় কাপা সায়াহ্নে উষ্ণ মখমল
রোজ প্রত্যুষে ছুঁয়ে যাওয়া শিশিরভেজা ঘাস টলমল।
তুমি আমার মনের বাগিচায় সদ্য ফোটা কেয়া ফুল
সৌরভে সুভাসিত আমার হৃদপিঞ্জরের উভয় কূল।
তুমি আমার গ্রীষ্মের সায়াহ্নে, হিম ছড়ানো সমীরণ
যন্ত্রণার আকাশ সীমায়, গাঢ় সুদৃঢ় সুখের আবরণ!
তুমি আমার স্বপ্নের রাণী, রঙিন মলাটে আচ্ছাদিত
তব চাঁদ মাখা মুখের হাসিতে অন্তরাত্মা আহ্লাদিত।
তুমি আমার গোধূলি লগ্নের ডুবু ডুবু রক্তিম ভাস্কর
জৌলুস ছড়ানো মধ্য নিশীথিনীর, সুপ্রিয় সুধাকর।
তুমি আমার অসুখের সুখ, নিস্তব্ধ হিয়ার ঝংকার
শোভাময় বসুন্ধরায় বেঁচে থাকার দামি অলংকার।
তুমি আমার সুরের মূর্ছনায় গাওয়া, প্রেমময় গান
শিহরণে-জাগরণে-অনুভবে,শুধু তোমারি কলতান!
তুমি আমার উষ্ণ বসন, তুষার ঝরা শীতের ভোরে
এক জীবনের অনুরাগে,বাঁধবো সুখের বাহুডোরে।
তুমি আমার নির্ঝরিণীর বুকে ঝরে পরা তুমুল বৃষ্টি
আমার আয়ুষ্কালে রবের দেওয়া এক অনুপম সৃষ্টি!
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
মোঃ আরমান হিমেল,পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর,মাতাঃমোসাঃ সুফিয়া বেগম. ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি লেখালেখির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন।
বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে তিনি বেশ জনপ্রিয়।