হারানো সুর
-তৌহিদা জাহান লিপি
♥♥♥♥♥♥♥
চৈত্রের উত্তপ্ত গুমোট আকাশে
যখন চারদিকে ঝড়ের পূর্বাভাস ,
আমাকে ছুঁতে পারেনি প্রকৃতির এই সালাংকার রূপ!
কোন এক অনাগত দুঃসংবাদে বিধ্বস্ত আমার এই মন!!
নিজেকে সাজানোর মত কোন আনন্দ প্রদীপ জ্বালাতে পারিনি মনের গহীন কোনে!
বৈশাখী আগমনী বার্তায়ও তাই নিজেকে গুটিয়ে রাখি এক উদাসীনতার ব্যথাতুর প্রত্যাশায় !
শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শুধু অপেক্ষার প্রহরগুনে বেঁচে থাকা !
ঘোর বরষায় হঠাৎ আসা এক প্লাবনে কোথায় জানি হারিয়েছি আমি।।
বিষাদে ছুঁয়েছে আমার এই মন!
যে নীলাভ প্রেম ছুঁয়েছিলো আমায়,
নিতান্তই অবহেলার কারনে সে প্রেম উড়িয়ে নিয়ে গিয়েছিলো এক উদ্ভাস্ত মনের কান্না।।
জেগে থাকা অভিমানগুলো সেই অবহেলার ক্লিষ্টতাকে জানিয়েছিলো নির্বাসন!
সমস্ত অবহেলার ক্লিষ্টতাকে ভেংগে যদি আর একবার আমার সামনে এসে দাঁড়াও —-
তবে আমি খুঁজে দেখবো আমার ফেলে আসা ভুলগুলি।
এবার আর হারাবোনা বিস্মৃতির অতল গভীরে ——-
লিখবোনা কোন কাব্যগ্রন্থ ।।
আর কখনও ব্যথাভরা অন্তরে তোমার সামনে এসে দাঁড়াবেনা।
হৃদয়ের কানায় কানায় যে সমুদ্রজল ——
ক্ষনকালের বালুচরে রৌদ্রজ্জোল আলোতে করবেনা ঝিকমিক!
শোনা যাবেনা বজ্রপাতের শব্দে উড়ন্ত পাখির ডানা ঝাপটানো !
তবুও সবকিছুর আড়ালে ঢাকা পড়ে যাবেনা তোমার মায়া ভরা সেই মুখখানি —
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি : আমি তৌহিদা জাহান লিপি।। কবিতার পাতা পরিবারের মডারেটর হিসাবে নিযুক্ত।। আমি ঢাকায় একটি বেসরকারি কলেজে কর্মরত আছি।।