আত্নবোধ
-মোশারফ হোসেন স্বাধীন
⇔⇔⇔⇔⇔⇔
আমি বিবর্ণ,রসকষ হীন কোন পাণ্ডুর!
আমি ভয়ানক, কোন নির্দয় নিষ্ঠুর।
অবিরাম ধাওয়া করা কোন ভয়,
আঁতকে উঠা অসহায়ের কান্না কিংবা জোচ্চুর।
আমি দিবস আলোয় কালো মেঘ,
আমি নেলসন আমি স্বৈরাচারের উদ্বেগ।
আমি নিশাচর, আমি ফেরারি সৈনিক,
সীমাহীন- আমি নির্ভয়ে হেঁটে যাই
আমাকে যাহা ভাবো আমি তাই।
আমি কান্না, আমি হাসির পসরা
আমার আমি, আমিই তুমার দোসরা!
আমি ভাবুক, দেবদাস, আমি বিশ্বপ্রেমিক
আমি হিংস্র, পাষাণ আমি কামুক!
আমি তারুণ্য, আমি বৃদ্ধ থেকে বৃদ্ধাশ্রম
আমি মৌনতা, মজলুম কিংবা জুলুম।
আমি হাহাকার, সাকারে নিরাকার,
আমি-ই নিভাই পাবক, জ্বালিয়ে আবার
পুড়ে করি সব ছারখার!
আমি যেমন আমি তেমন ছদ্মবেশী,
কেউ ভাবে মোরে রবি আবার অন্যকেহ শশী!
আমি হতাশার উর্মিমালা, ঘন কালো মেঘ,
শান্ত নই আমি, আমাতে সদা পরিবর্তনের বেগ।
আমি শ্রান্তিহীন, আমি ক্লান্ত পথিকের সঙ্গী,
আমি হিটলার কিংবা মুসোলিনীর গর্জে উঠা ভঙ্গি!
আমি রক্তপিপাসু ভ্যাম্পায়ার, আমি সুপ্ত গৌরব,
মাদার তেরেসা কিংবা মুজিব,মেন্ডেলার অনুভব।
আমি শূণ্য,ধন্য আমি ঘৃণ্য দোরাচার
আমি মহান, উচ্চ আমি মুক্ত পাপাচার।
তুমি অচেতন, খুঁজ আত্ম-বোধন
তোমাতেই আছি আমি, ধরিতে করো সাধন।
আমিই তোমার সব, তুমি ঘৃণ্য কিংবা ধন্য,
আমাকে ধর না-হয় জীবন তোমার শূণ্য।
⇔⇔⇔⇔⇔⇔
পরিচিতি ঃ
মোশারফ হোসেন স্বাধীন
পিতা :কমল মিয়া, মাতা :মনোয়ারা খাতুন তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় । ছাত্র অবস্থায় পড়াশুনার কাজে বিভিন্ন জায়গায় জায়গির থেকে পড়াশুনা শেষ করা।
ময়মনসিংহ জেলার অন্তর্গত ধোবাউড়া উপজেলার গামারিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ২০০৪ সমাপনি, কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ২০১০, পূর্বধলা ডিগ্রি কলেজ হতে এইচএসসি ২০১২ও ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) সম্পন্ন।
বর্তমানে স্থায়ী বসবাস নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার চিতলী চড়পারা (উত্তর সংকরপুর) গ্রামে। অস্থায়ি ভাবে ময়মনসিংহ বিভাগীয় সদরে বসবাস। কবিতা গান গল্প,উপন্যাস লিখা পেশা। ছবি আঁকা বিশেষ করে কবিতা লিখা, ভ্রমন, নতুন কিছু জানার আগ্রহ প্রিয় শখগুলোর অন্যতম।
প্রথম লিখলাম, অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দিবেন।