পথে প্রান্তরে
-অভিজিৎ হালদার
↔↔↔↔↔
পথে প্রান্তরে ঘুরেছি কত
দেখেছি কত অজানাকে
বুঝেছি অনেক যন্ত্রণাতে
বেদনায় ভরা অশ্রুজলকে।
পথে প্রান্তরে দেখেছি কত
অসহায় মানুষ জনকে
অভাবের জোরে বাটি হাতে
একটি রুটির জন্যে।
কষ্টে ফলানো চাষিদের ফসলে
হানাদারি জমিদার নিয়েছে দখল-
অন্নবিনে অসহায়-এ পরিণত হয়েছে
না পাওয়ায় মন জ্বালায়।
সমাজে এই কঠোর নিয়মে
হারিয়ে গেছে স্বপ্নগুলো
নেই আজ বাঁচার আশা,
সর্বহারা এই মানুষেরা।।
↔↔↔↔↔
কবি পরিচিতি-
অভিজিৎ হালদার, গ্রাম- মোবারকপুর পোষ্ট- ফতেপুর, নদীয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
একজন ছাত্র।বতর্মানে সাহিত্য চর্চার সাথে যুক্ত। বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি। গল্প, কবিতা, নাটক, উপন্যাস,নাট্যগল্প , উক্তিমূলক বাণী লেখালেখি।